আসন্ন লোকসভা নির্বাচনের আগে আবারও বেকায়দায় বিজেপি ৷ একদিকে এককাট্টা বিরোধীদের সামলাতে হিমশিম খাচ্ছে বিজেপি ৷ একের পর এক লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ৷ এদিকে, পুরোনো শরিক দল গুলিও একে একে বেঁকে বসছে ৷ এই জটিলতার মাঝেই শরিক দল শিবসেনার সঙ্গে সম্পর্ক পুনরায় ঠিক করার চেষ্টা করছিল বিজেপি ৷ পুরোনো শরিক দল শিবসেনাকে নিজের কাছে রাখতে হবে ৷ প্রধানমন্ত্রী এমন নির্দেশ পেতেই নড়েচড়ে বসে বিজেপির শীর্ষ নেতৃত্বরা ৷ এরপরই তড়িঘড়ি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই বৈঠককে কেন্দ্র করেই জাতীয় রাজনীতিতে উত্তেজনার পারদ চলছিল ৷ কিন্তু তার আগেই সমস্ত জল্পনার ইতি টানলেন উদ্ধব ঠাকরে ৷
advertisement
তবে, এই প্রথম নয় ৷ এর আগেও শিবসেনা তাদের দলীয় মুখপাত্র ‘সামনা’-তে প্রধানমন্ত্রী এবং বিজেপি সভাপতি অমিত শাহকে একহাত নেন উদ্ধব ঠাকরে ৷ পত্রিকায় তিনি লেখেন, দেশের সাধারণ মানুষ একের পর এক অভিযোগ আনছে কেন্দ্রের বিরুদ্ধে ৷ তেলের দাম বৃদ্ধি, আন্দোলনে নামছেন কৃষকরা ৷ কিন্তু এরপরও সেভাবে কোনও পদক্ষেপ গ্রহণ করছেন না প্রধানমন্ত্রী ৷ এহেন অবস্থায় কীভাবে লোকসভা নির্বাচনে ৩৫০টি আসনে জিতবে বিজেপি ? সেই নিয়েই কেন্দ্রকে কটাক্ষ করেন উদ্ধব ঠাকরে ৷