TRENDING:

পাকিস্তানে ভোটে দাঁড়াচ্ছেন শাহরুখ খানের বোন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাহৌর: বলিউড সুপারস্টার শাহরুখ খানের তুতো বোন নূর জেহান এবার নির্বাচনে দাঁড়াতে চলেছেন ৷ তবে এ দেশে নয় ৷ আগামী জুলাই মাসে পাকিস্তানের ২৫তম সাধারণ নির্বাচনে পাকিস্তানের পেশোয়ার থেকে লড়াই করবেন তিনি ৷ গতকাল বৃহস্পতিবার ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এ একটি খবর প্রকাশিত হয়েছে ৷ আর সেই খবর থেকে জানা গিয়েছে, পাকিস্তানের ৭৭ নম্বর নির্বাচনক্ষেত্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবেন তিনি ৷
advertisement

একটি সংবাদ মাধ্যমকে শাহরুখের এই তুতো বোন জানিয়েছেন, তাঁদের পরিবারের সকলেই রাজনীতিতে যুক্ত রয়েছেন ৷ সেই পরম্পরাই আমরা এখনও পালন করে যাচ্ছেন তিনি ৷ একই সঙ্গে নূর জানিয়েছেন, শাহরুখের সঙ্গে এখনও তাঁদের যোগাযোগ রয়েছে ৷ কিঙ্গ খানের সঙ্গে বারকয়েক দেখা করতে এসেছিলেন তাঁরা ৷ সীমান্তের ওপারে থেকেও কিঙ্গ খানের সঙ্গে বেশ ভাল সম্পর্ক রয়েছে তাঁদের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

নূর জেহান এবং তাঁর পরিবার পাকিস্তানের কিসসা খোয়ানি বাজারের কাছে শাহ ওয়ালি কাতালের বাসিন্দা ৷ গতবার ওয়ামি ন্যাশনাল পার্টিতে মহিলা প্রার্থীর জন্য একটি সিটও ছিল নূর জেহানের জন্য ৷ কিন্তু দুর্ভাগ্যবশত নূর জিততে পারেননি ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তানে ভোটে দাঁড়াচ্ছেন শাহরুখ খানের বোন