TRENDING:

পোলিশদের জঘন্য ডিফেন্সের সুযোগ নিয়ে দুরন্ত জয় সেনেগালের

Last Updated:

পোল্যান্ড : ১ ( গ্রেগরজ ক্রিচোউইয়াক-৮৬’), সেনেগাল: ২ ( থিয়াগো সিওনেক-৩৭’, নিয়াং-৬০’)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পোল্যান্ড : ১ ( গ্রেগরজ ক্রিচোউইয়াক-৮৬’), সেনেগাল: ২ ( থিয়াগো সিওনেক-৩৭’- (আত্মঘাতী), নিয়াং-৬০’)
advertisement

#ওক্রিতি: সেনেগাল মানেই যেন চমক ৷ ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছিল আফ্রিকান সিংহরা ৷ ১৬ বছর পর বিশ্বকাপে ফিরে এসেই ফের চমক সেনেগালের ৷ এবার তাদের শিকার পোল্যান্ড ৷ মঙ্গলবার ওক্রিতি এরিনায় ১-২ গোলে জিতে রাশিয়া বিশ্বকাপে দারুণ শুরু আফ্রিকার দলটির ৷ 

advertisement

মঙ্গলবার কলম্বিয়াকে হারিয়ে এশিয়ার মান রেখেছে জাপান ৷ আফ্রিকারও মুখরক্ষা করল সেনেগাল ৷ বিপক্ষের দুর্বল রক্ষণ এবং ছন্নছাড়া ফুটবলের সুযোগ নিয়ে সহজেই ম্যাচ জিততে সফল তারা ৷ ম্যাচে প্রথমার্ধের ৩৭ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন পোল্যান্ডের থিয়াগো সিওনেক ৷ এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই গোল পেয়ে যান সেনেগালের নিয়াং ৷ দু’-দুটো গোল হজম করে স্বভাবতই চাপে পড়ে যায় পোলিশরা ৷ ম্যাচের শেষভাগে ৮৬ মিনিটে ক্রিচোউইয়াক দলের হয়ে ব্যবধান কমালেও তাতে বিশেষ লাভ হয়নি ৷ ম্যাচ শেষপর্যন্ত ১-২ গোলে জেতে সেনেগাল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

১৬ বছর আগে খেলতে এসেই হইচই ফেলে দিয়েছিল সেনেগাল। ১৬ বছর পর ফের তারা বিশ্বকাপ খেলছে ৷ এদিন নিজেদের প্রথম ম্যাচ জিতেই চমকে দিল সেনেগাল ৷

বাংলা খবর/ খবর/খেলা/
পোলিশদের জঘন্য ডিফেন্সের সুযোগ নিয়ে দুরন্ত জয় সেনেগালের