অন্যদিকে আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী দু’দিন চলবে বৃষ্টি উত্তরের জেলাগুলিতে। সমুদ্রে ঝোড়ো হাওয়া কমে যাওয়ায় আজ অবশ্য মৎসজীবীদের জন্য কোনও সতর্কতা দেওয়া হয়নি ৷
আরও পড়ুন: ‘পাশ-ফেল বিষয়টি এখনও বিবেচনাধীন’, বিধানসভায় পাশ ফেল ইস্যুতে শিক্ষামন্ত্রীর মন্তব্য
দেখে নেওয়া যাক, গত ২৪ ঘন্টায় কোথায় কত বৃষ্টিপাত হয়েছে (দুপুর ১টা পর্যন্ত)--------
advertisement
আলিপুর ৮০ মিলি মিটার (মিমি),
ডায়মন্ডহারবার ১৭০ মিমি,
হলদিয়া ৬০মিমি,
ক্যানিং ৬০ মিমি,
দার্জিলিং ৬০
মিমি, দমদম ৫০ মিমি,
কৃষ্ণনগর ৫০ মিমি,
বারাকপুর ৫০ মিমি,
কল্যানী ৪০ মিমি,
মগড়া ৪০ মিমি এবং
মালদায় বৃষ্টি হয়েছে ৩০ মিমি ৷
Location :
First Published :
July 23, 2018 4:10 PM IST