TRENDING:

আপনার মুখের ভাষার চেয়ে কম নোংরা পড়েছিল আমার গাড়ি থেকে, অনুষ্কাকে কটাক্ষ করে পাল্টা পোস্ট

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গাড়িতে যেতে যেতে প্লাস্টিক ছুঁড়ে রাস্তায় ফেলতে যাচ্ছিলেন এক ব্যক্তি৷ সেটা দেখা মাত্র ওই ব্যক্তিকে ধমক দেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ আর সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অনুষ্কার ‘হাবি’ বিরাট কোহলি ৷ তার একদিন পর ফেসবুক পোস্টে অনুষ্কা শর্মাকে পাল্টা আক্রমণ করলেন ওই ব্যক্তি ৷
advertisement

ফেসবুক পোস্ট থেকে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম আরহান সিং ৷ মুম্বইয়ের বাসিন্দা ৷ এবং একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তিনি ৷ গোটা ঘটনাটির ব্যাখ্যা করে আরহান লিখেছেন, অনুষ্কা শর্মা এমনভাবে চিৎকার করছিলেন যেন মনে হচ্ছিল কোনও ‘রোডসাইড পার্সন’৷ ফেসবুকে তাঁর দাবি, ‘আমি গাড়ি চালানোর সময় অসাবধানে রাস্তায় ছোট্ট একটা প্লাস্টিক ফেলি। তারপরেই দেখি একটা গাড়ির কাচ নামিয়ে সুন্দরী অনুষ্কা শর্মা রাস্তার পাগলের মতো চিৎকার করছেন। আমি নিজের অসাবধানতার জন্য ক্ষমা চাইছি। তবে অনুষ্কা শর্মা কোহলিরও ভদ্রভাবে কথা বলা উচিত ছিল।’ এখনও পর্যন্ত এ বিষয়ে অনুষ্কার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

advertisement

আরহান সিংয়ের সেই পোস্ট

তিনি আরও লিখেছেন,‘‘গাড়ি চালানোর সময় অতি নগণ্য মাত্রার একটি প্লাস্টিক বাইরে ফেলতে যাচ্ছিলাম৷ তখন পাশ দিয়ে একটি গাড়ি চলে যায়৷ গাড়ির কাঁচ নামতেই দেখি সামনে সুন্দরী অনুষ্কা শর্মা৷ গাড়ি থেকে মুখ বের করে তারস্বরে চিৎকার করছেন৷ যেন মনে হচ্ছে কোনও রোডসাইড পার্সন৷ আমি আমার কাজের জন্য অনুশোচনা প্রকাশ করি৷ কিন্তু অনুষ্কা শর্মা কোহলি যদি তার শব্দ চয়নে একটু সংযত হতেন তাহলে তার স্টারডম কমে যেত না৷ আর আমার লাক্সারি গাড়ি থেকে যতোটা না নোংরা পড়েছে তার থেকে বেশি নোংরা আপনার মুখে থেকে বেরিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

আরও বেশি নোংরা বেরিয়েছে ৷’’ যদিও ওই ব্যক্তির এমন পোস্টের পর অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
আপনার মুখের ভাষার চেয়ে কম নোংরা পড়েছিল আমার গাড়ি থেকে, অনুষ্কাকে কটাক্ষ করে পাল্টা পোস্ট