TRENDING:

NPA বিক্রি SBI-এর, এবার লোন আদায় করবে বেসরকারি সংস্থা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এবার অনুৎপাদক সম্পদ বিক্রি করার রাস্তায় হাঁটল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৷ ব্যাঙ্ক সূ্ত্রে খবর, মোট ১১টি অ্যাকাউন্টের অনুৎপাদক সম্পদ (NPA) বিক্রি করবে এসবিআই ৷ যার অঙ্ক খুব একটা কম নয় ৷ ১০৯১ কোটি টাকা ৷
advertisement

বকেয়া অনাদায়ি ঋণ উদ্ধারের লক্ষ্যেই এবার অনুৎপাদক সম্পদ বিক্রি করার রাস্তায় হাঁটল SBI ৷ ১০৯১ কোটি টাকার মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে জানকী কর্পের ৫৯২.৫৩ কোটি টাকা ৷ আগামী ২২ নভেম্বর বৈদ্যুতিন নিলাম করা হবে বলে এসবিআই-এর তরফে জানানো হয়েছে ৷ ঋণ পুনর্গঠন সংস্থা (ARC), ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (NBFC), ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থাগুলির কাছ থেকে আগ্রহপত্র চেয়েছে এসবিআই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনাদায়ি ঋণ সমস্যায় অনেকদিন ধরেই ভুগছে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ৷ এর জন্য অনুৎপাদক সম্পদ বিক্রির পথে আগেও হেঁটেছে অনেক ব্যাঙ্কই ৷ সেই তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্কও ৷ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্কের মোট অনুৎপাদক সম্পদের অনুপাত দাঁড়িয়েছে মোট ঋণের ১০.৬৯ শতাংশে। টাকার অঙ্কে যা ২,১২,৮৪০ কোটি টাকা। গত বছর একই সময়ে তা ছিল ৯.৯৭%। এর জন্য প্রথম ত্রৈমাসিকে ৪,৮৭৬ কোটি ক্ষতিও হয়েছে এসবিআইয়ের।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
NPA বিক্রি SBI-এর, এবার লোন আদায় করবে বেসরকারি সংস্থা