TRENDING:

ভক্তের সঙ্গে সেলফিতে না ! ইন্টারনেটে বিতর্কের মুখে সইফ কন্যা সারা

Last Updated:

সইফ-অমৃতা কন্যা সারা আলি খান ৷ সবে শেষ করেছেন ‘কেদারনাথ’ ছবি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সইফ-অমৃতা কন্যা সারা আলি খান ৷ সবে শেষ করেছেন ‘কেদারনাথ’ ছবি ৷ কিন্তু তার আগে থেকেই ফেসবুক, ইনস্টাগ্রামে শোরগোল ফেলেছেন সারা ৷ সোশ্যাল নেটওয়ার্কে সারার ফ্যান ফলোয়িং খুব একটা কম নয় ৷ একদিকে সেলিব্রিটি মা-বাবার কন্যা ৷ অন্যদিকে সোশ্যাল নেটওয়ার্কে ইমেজের ঝড় ৷ সারার মধ্যে প্রথম থেকেই সেলিব্রিটির হাভভাব ! তবে এই হাভভাবের চোটেই এবার বিতর্কে জড়ালেন সারা আলি খান !
advertisement

সারার এক ফ্যান রুবি জৈনের ট্যুইটার পোস্ট নিয়েই বাঁধল শোরগোল ৷ গপ্পোটা হল, রুবি নিজের ট্যুইটারে লিখলেন, ‘ফ্লিয়া মার্কেটে সারার সঙ্গে দেখা হয় ৷ আমি সারার খুব বড় ফ্যান৷ ওকে আমার ভালো লাগে ৷ সেই জন্যই সারার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলাম ৷ কিন্তু সারা একেবারে মুখের ওপর প্রত্যাখান করে দেন ৷ সারার এই ধরণের আচরণ একদমই পছন্দ হয়নি ৷ সারার তো এখনও ছবিই মুক্তি পায়নি !’

advertisement

আরও পড়ুন 

সঞ্জয়লীলার পরের ছবির নায়ক ইনিই?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রুবি-র এই ট্যুইট দেখার পর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সারাকে নিয়ে নানা শোরগোল শুরু হয়েছে ৷ নেটিজেনরা তীব্র নিন্দা করে চলেছেন সারার নামে ৷ তবে সারার দিক থেকে এই নিয়ে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ভক্তের সঙ্গে সেলফিতে না ! ইন্টারনেটে বিতর্কের মুখে সইফ কন্যা সারা