সারার এক ফ্যান রুবি জৈনের ট্যুইটার পোস্ট নিয়েই বাঁধল শোরগোল ৷ গপ্পোটা হল, রুবি নিজের ট্যুইটারে লিখলেন, ‘ফ্লিয়া মার্কেটে সারার সঙ্গে দেখা হয় ৷ আমি সারার খুব বড় ফ্যান৷ ওকে আমার ভালো লাগে ৷ সেই জন্যই সারার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলাম ৷ কিন্তু সারা একেবারে মুখের ওপর প্রত্যাখান করে দেন ৷ সারার এই ধরণের আচরণ একদমই পছন্দ হয়নি ৷ সারার তো এখনও ছবিই মুক্তি পায়নি !’
advertisement
সঞ্জয়লীলার পরের ছবির নায়ক ইনিই?
রুবি-র এই ট্যুইট দেখার পর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সারাকে নিয়ে নানা শোরগোল শুরু হয়েছে ৷ নেটিজেনরা তীব্র নিন্দা করে চলেছেন সারার নামে ৷ তবে সারার দিক থেকে এই নিয়ে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি ৷
Location :
First Published :
April 16, 2018 2:15 PM IST