TRENDING:

'সন্দীপ অওর পিংকি ফরার'-এর শুটিং লোকেশন থেকে নিজেদের লুক পোস্ট করলেন অর্জুন,পরিনীতি

Last Updated:

পরিচালক দীবাকর বন্দ্যোপাধ্যায়ের 'সন্দীপ অওর পিংকি ফরার'-এ দেখা মিলবে তাঁদের। ছবির শুটিং চলছে পুরোদমে! ইন্দো-নেপাল বর্ডার থেকে উত্তরাখন্ড-এর প্রত্যন্ত কোনও গাম...চুটিয়ে শুটিং করছে টিম 'সন্দীপ অওর পিংকি ফরার'। শুটিং-এর লোকেশন থেকেই ছবিতে নিজেদের লুক ইন্সটাগ্রাম-এ পোস্ট করলেন নায়ক, নায়িকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০১২-এ একইসঙ্গে, একই ছবির হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন দু'জনে। অর্জুন কাপুর আর পরিনীতি চোপড়া। 'ইশকজাদে'-তে তাঁদের অনবদ্য অভিনয় প্রশংসা কুড়িয়েছিল।
advertisement

তারপর এই জুটির লম্বা ব্রেক! ছ'বছর আর একসঙ্গে কাজ করেননি তাঁরা। অবশেষে ফিরলেন! পরিচালক দীবাকর বন্দ্যোপাধ্যায়ের 'সন্দীপ অওর পিংকি ফরার'-এ দেখা মিলবে তাঁদের। ছবির শুটিং চলছে পুরোদমে! ইন্দো-নেপাল বর্ডার থেকে উত্তরাখন্ড-এর প্রত্যন্ত কোনও গাম...চুটিয়ে শুটিং করছে টিম  'সন্দীপ অওর পিংকি ফরার'।

আরও পড়ুন-

শুটিং-এর লোকেশন থেকেই ছবিতে নিজেদের লুক ইন্সটাগ্রাম-এ পোস্ট করলেন নায়ক, নায়িকা। একদিকে যেমন অর্জুনের স্ট্রং অবতার, অন্যদিকে পরিনীতি দুঃখি, মনখারাপ মাখা তাঁর চোখেমুখে!

advertisement

instagram image

instagram image

দুই মুখ্য চরিত্র সন্দীপ (অর্জুন) আর পিংকি (পরিনীতি) বিয়ে করে নেপালে পালিয়ে যায়! তারপর তাঁদের জীবনে কী কী বদল আসে? কেমনভাবে চলতে থাকে তাঁদের জীবনধারা? এই নিয়েই এগোতে থাকে ছবির চিত্রনাট্য।

advertisement

আরও পড়ুন-১৯৯৮ থেকে আজ! ২১ জন মহিলার সঙ্গে প্রেম করেছেন লিওনার্ডো ডি ক্যাপ্রিও! তাঁরা কারা?

কিছুদিন আগে অর্জুন কাপুর বলেছিলেন,'' আদি স্যর (আদিত্য চোপড়া) আর পরিনীতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই খুব স্পেশাল। 'যশ রাজ ফিল্মস'-এ কাজ করলে মনে হয়, নিজের বাড়ি ফিরে এসেছি! আর পরিনীতিকে নিয়ে আলাদা কী বলব? ও আমার জীবনের প্রথম কো-স্টার। দীবাকর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ, একটা বিশাল পাওনা। উনি এমন একজন পরিচালক, যিনি নিউ এজ সিনেমা আর বিনোদন-- দুটোর মিশেলে ছবি বানান।"

advertisement

সবকিছু ঠিকঠাক থাকলে, এ'বছর ৩ আগস্ট মুক্তি পাবে 'সন্দীপ অওর পিংকি ফরার'।

সেরা ভিডিও

আরও দেখুন
এই মিষ্টি না থাকলে, লক্ষ টাকার নৈবেদ্যেও অসম্পূর্ণ! কালীপুজোয় 'মাস্ট' কী সেই জিনিস?
আরও দেখুন

 আরও পড়ুন- 'সামার কুল' অবতারে শাহ রুখ কন্যা সুহানা

বাংলা খবর/ খবর/বিনোদন/
'সন্দীপ অওর পিংকি ফরার'-এর শুটিং লোকেশন থেকে নিজেদের লুক পোস্ট করলেন অর্জুন,পরিনীতি