আরও পড়ুন: #Breaking: সেক্টর ফাইভে এসডিএফ বিল্ডিংয়ে ভয়াবহ আগুন
ইতিমধ্যেই ২ বছর জেলে থেকেছে সাম্বিয়া। সেই কারণে আজই সাম্বিয়ার জেল মুক্তির সম্ভাবনা। মৃতের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের। ২০১৬ সালে প্রজাতন্ত্র দিবসের মহড়ায় সাম্বিয়ার গাড়ির ধাক্কা মৃত্যু হয় বায়ুসেনা জওয়ানের।
আরও পড়ুন: রাজনৈতিক সংঘর্ষের জেরে আজও থমথমে কাঁথি, এখনও পর্যন্ত গ্রেফতার ১২
advertisement
রেড রোডে সেনার কুচকাওয়াজ চলাকালীন বায়ু সেনার এক কর্মীকে একটি সাদা অডি গাড়ি পিষে দিয়ে চলে যায় ৷ অভিযোগ, ওই গাড়িটি চালাচ্ছিলেন সাম্বিয়া ৷ ঘটনার পরই গা ঢাকা দেন সাম্বিয়া ৷ পরে বেকবাগান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ৷
Location :
First Published :
January 30, 2019 2:34 PM IST