TRENDING:

আপনার মেয়েকে বিয়ে করতে চাই, বাস্তবেই জুহি চাওলার বাবাকে প্রস্তাব দিয়েছিলেন সলমন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিভিন্ন কারণেই সব সময় খবরের শিরোনামে থাকেন বলিউডের ভাইজান সলমন খান ৷ বিভিন্ন সময় বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই বলি সুপারস্টার ৷ সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বর্যা, সলমনের সঙ্গে বারবার নাম জড়িয়েছে বিভিন্ন অভিনেত্রীর ৷ আর কিছু বছর ধরে ক্যাটরিনা কাইফ এবং লুলিয়া ভান্টুরের সঙ্গে সল্লু মিঞার প্রেমের খবরে মুখোরিত ছিল পেজ থ্রির পাতা ৷
advertisement

তবে জানেন কি একটা সময় বলিউডের এক বিখ্যাত নায়িকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি ৷ কিন্তু সেই খবর কিন্তু তেমনভাবে শোনা যায়নি ৷ ভাবছেন কে তিনি? সেই নায়িকা হলেন জুহি চাওলা ৷ আকাশ থেকে পড়লেন নিশ্চই ৷ হ্যাঁ আকাশ থেকে পড়ারই কথা ৷ সলমনের পুরনো এক সাক্ষাৎকারে এই তথ্য নিজেই জানিয়েছিলেন সলমন ৷ তবে বিয়েটা শেষ পর্যন্ত হয়নি কেন ?

advertisement

এ সম্পর্কে ওই সাক্ষাৎকারে সলমন বলেন, ‘‘জুহি ভীষণ মিষ্টি মেয়ে। আমি তাঁর বাবাকে জিজ্ঞেস করি যে তিনি জুহির সঙ্গে যদি আমার বিয়ে দেন। তিনি স্পষ্ট ‘না’ বলে দেন।’’

ব্যস সেখানেই সমস্ত কিছু শেষ হয়ে যায় ৷ এমনকী কোনও ছবিতে তাঁদের দু’জনকে নায়ক-নায়িকা হিসেবে দেখা যায়নি ৷ শুধুমাত্র ‘দিওয়ানা মস্তানা’ছবিতে একটি দৃশ্যে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ৷ এবং কাকতালীয়ভাবে সেটা ছিল একটি বিয়েরই দৃশ্য৷

advertisement

পরবর্তী সময়ে সলমনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাঁরা একসঙ্গে ছবিতে অভিনয় করেননি কেন? এ প্রসঙ্গে অভিনেতার উত্তর ছিল,‘‘জুহি কোনও দিনই আমার সঙ্গে অভিনয় করতে চাননি।’’

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

পরবর্তীকালে করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ জুহি জানিয়েছিলেন যে সলমন ও তাঁকে নিয়ে বেশ কিছু গুঞ্জন ওঠে। বলা হয়, জুহি নাকি সালমানের সঙ্গে অভিনয় করতে চান না। তবে সে কথা মিথ্যা বলে দাবি করেন জুহি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আপনার মেয়েকে বিয়ে করতে চাই, বাস্তবেই জুহি চাওলার বাবাকে প্রস্তাব দিয়েছিলেন সলমন