TRENDING:

ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন পাকিস্তানের বাস চালকের ছেলে

Last Updated:

ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন পাকিস্তানের সাজিদ জাভিদ ৷ অভিভাসীদের ভুল পথে চালিত করার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান আম্বের রাদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন পাকিস্তানের সাজিদ জাভিদ ৷ অভিভাসীদের ভুল পথে চালিত করার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান আম্বের রাদ ৷ তাঁর জায়গাতেই সোমবার নিযুক্ত করা হল সাজিদ জাভিদকে ৷
advertisement

সাজিদ পাকিস্তান বংশোদ্ভূত ৷ তাঁর বাবা পেশায় ছিলেন বাস চালক ৷ ছোট থেকেই অভাব অনটন ছিল নিত্যসঙ্গী ৷ বাস চালিয়ে কোনওমতে সংসার চালাতেন তিনি ৷ কিন্তু জাভিদের পড়াশুনার ক্ষেত্রে কোনও কার্পন্য করেননি তাঁর বাবা ৷

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ডাউনিং স্ট্রিটের অফিসে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন জাভিদের নাম ৷ রাজনৈতিক মহলের মত, অভিভাসন বিতর্কে ধামাচাপা দিতেই জাভিদকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে নিযুক্ত করল থেরেসা মে সরকার ৷

advertisement

সাজিদ ২০১০ সালে কনজারভেটিভের পক্ষে প্রথম সাংসদ হিসেবে নির্বাচিত হন ৷ ২০১৬ সাল থেকে তিনি কমিউনিটিজ অ্যান্ড লোকাল গর্ভমেন্ট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন ৷ এছাড়াও তিনি বিজনেস ইনোভেশন অ্যান্ড স্কিলস সেক্রেটারি পদের দায়িত্বও সামলেছেন ৷ এরপর তিনিই প্রথম ব্রিটেনের এমন একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাবেন ৷ অভিবাসনে ভারসাম্য রক্ষা এবং সন্ত্রাসের মত গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব সামলাবেন জাভিদ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যারা ব্রিটেনে এসে আশ্রয় নেয় ৷ তাদের সঙ্গেই নির্মম ব্যবহার শুরু করেছে ব্রিটেন সরকার ৷ যথাযথ কাগজপত্র না থাকার অজুহাতে তাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় ৷ এই ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন জাভিদ ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন পাকিস্তানের বাস চালকের ছেলে