পৃথিবীর এক নম্বর চাইনিজ তাইপেইয়ের তাই তুজু ইয়াংয়ের কাছে হেরে পদকের রঙ আর বদালানো হল না ৷ লড়াই করলেও প্রতিপক্ষের বিরুদ্ধে পরপর দুটি গেমেই হার স্বীকার করতে হল দশ নম্বর সাইনাকে ৷
আরও পড়ুন - রেস শুরুর আগে কতটা টেনশনে ছিলাম, আমিই জানি: হিমা
খেলার ফল ১৭-২১, ১৪-২১ ৷ ৩৬ মিনিটেই খেল খতম ৷ এই ম্যাচে নামার আগে এই প্রতিপক্ষের বিরুদ্ধে ৯ টি ম্যাচে হেরেছিলেন সাইনা ৷ তারমধ্যে ২০১৮ তেই ৩টি ম্যাচে হারতে হয়েছিল তাঁকে ৷
advertisement
Location :
First Published :
August 27, 2018 12:41 PM IST