TRENDING:

অবশেষে খুলছে শবরীমালা মন্দিরের দরজা, মোতায়েন ২,৩০০ জন পুলিশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুঅনন্তপুরম: ফের খুলছে শবরীমালা মন্দিরের দরজা ৷ গোটা বিষয়টি নিয়ে ফের আলোড়ন পড়ে গিয়েছে দেশজুড়ে ৷ বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আগেভাগেই সতর্ক রয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির ৷
advertisement

মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে প্রায় ২,৩০০ জন পুলিশ কর্মী ৷ রয়েছে ২০জন সদস্যের কমান্ডো টিম এবং ১০০ জন মহিলা পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, মন্দিরের ভিতরেও মহিলা পুলিশ নিয়োগ করা হয়েছে ৷ তবে, মন্দিরের নিয়ম মেনে ৫০ বছরের বেশী ৩০জন মহিলা সাব ইনস্পেকটর নিয়োগ করা হয়েছে ৷

পাম্বা, নিলাকালস এলাভাঙ্গাল এবং সন্নিধামান এলাকায় ৭২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি হয়েছে ৷ সরকারি এবং সংবাদমাধ্যমের গাড়ি ছাড়া পাম্বা এলাকায় কোনও প্রাইভেট গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ কেরল রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে নিলাক্কাল এবং পাম্বা এলাকার মধ্যে শাটেল সার্ভিস চালু করা হয়েছে ৷

advertisement

পাশাপাশি মন্দির চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আয়াপ্পা ভক্তদের আগেভাগেই সতর্ক করেছে শবরীমালা কর্ম সমিতি ৷ মহিলা সাংবাদিকেরা মন্দিরের কাছেপিঠেও ঘেঁসতে পারবেন না ৷ এমনটাই নিদান দিয়েছেন তারা ৷

আরও পড়ুন: ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহতে বন্ধ ট্রেন চলাচল

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কারা রয়েছে শবরীমালা কর্ম সমিতিতে ? জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, হিন্দুত্ববাদী সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু ঐক্যবেদী ৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পর দ্বিতীয় বারের জন্য খুলছে এই মন্দিরের দরজা ৷ মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ট্রাভানকোর রাজত্বের সর্বশেষ রাজা ছিলেন চিথিরা থিরুনাল বলরাম ভার্মা ৷ সেই রাজার জন্মদিন উপলক্ষেই রয়েছে বিশেষ পুজো ৷ যার জেরে মঙ্গলবার বিকেলে রয়েছে আয়াপ্পার পুজো ৷ সেই পুজো উপলক্ষ্যেই খুলছে মন্দিরের দরজা ৷ মঙ্গলবার রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অবশেষে খুলছে শবরীমালা মন্দিরের দরজা, মোতায়েন ২,৩০০ জন পুলিশ