বিশেষজ্ঞরা অবশ্য এর জন্য দায়ী করছেন তুরস্কের মুদ্রা লিরাকেই । তুরস্কের মুদ্রা বাজারের পতনের কারণেই বাড়ছে ডলারের দাম, কিন্তু এর প্রভাব পড়ছে ভারত-সহ বেশ কয়েকটি দেশে । অর্থনীতিবিদদের আশঙ্কা, লিরার এই পতনের ফলে বৈদেশিক মূল্য লেনদেন ব্যহত হবেই, তার সঙ্গে মুদ্রাস্ফীতির কারণে বৃদ্ধি পাবে ব্যক্তিগত ব্যয়ভারও ।
টাকার পতনের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ক্রুড তেল, সার, ওষুধ ও লোহা আমদানি । ক্রুড তেলের প্রায় ৭০ শতাংশই আমদানি করে থাকে ভারত । পেট্রল ও ডিজেলের মূল্য এমনিতেই আকাশছোঁয়া, মুদ্রাস্ফীতির ফলে তা হতে পারে দুর্মূল্য ।
advertisement
টাকার পতনের ফলে দাম বাড়তে পারে চাল, ডাল থেকে শুরু করে আপনার কাপড় কাচার সাবানেরও। অসুবিধায় পড়তে পারেন স্টুডেন্ট লোন নিয়ে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা। আমদানি ভিত্তিক শিল্পগুলিও বড়সড় ধাক্কা খেতে পারে-এই আশঙ্কাও করা হচ্ছে ।
Location :
First Published :
August 16, 2018 10:19 AM IST