আর দেবের ছবিতে তিনি থাকুন আর না থাকুন আর পাঁচটা গার্লফ্রেন্ডের মতো তিনিও তাঁর বয়ফ্রেন্ডের ছায়াসঙ্গীনি হয়েছেন ৷
এমনকী রুক্মিণী ‘হইচই আনলিমিটেড’-এর প্রোডাকশন মিটিংয়েও হাজির হয়ে গিয়েছিলেন ৷ এই ছবিতে যে তিনি নেই সে খবর আগেই ছড়িয়েছিল ৷ তবুও এই ছবির প্রোডাকশন মিটিংয়ে রুক্মিণীকে দেখে এই ছবির অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় তাঁকে বেমালুম জিজ্ঞাসা করে বসেন,‘‘শুনলাম এই ছবিতে তুমি নেই ৷’’এই প্রশ্ন শুনে খানিকটা অপ্রস্তুত রুক্মিণী ৷ ফের রুক্মিণীকে শাশ্বত’র প্রশ্নবাণ, ‘‘প্রোডাকশন মিটিংয়েও ফিয়ন্সে ৷ শেখার আছে ৷ একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ?’’
advertisement
এ বার কিন্তু মুখ খুললেন রুক্মিণী ৷ অভিনেতাকে তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘তোমার বউ তোমার সঙ্গে প্রিমিয়ারে যায় না?’’অর্থাৎ ভাবটা এমন প্রোডাকশনের মিটিংয়ে তাঁর হাজির থাকাটাও যেন জাস্টিফায়েড ৷ কেননা তিনি প্রোডিউসারের বাগদত্তা ৷ প্রসঙ্গত, ‘হইচই আনলিমিটেড’ ছবিটির প্রোডিউসার অভিনেতা দেবই ৷ আর নায়িকার উত্তর শোনার পর শাশ্বত খানিকটা সমঝে গিয়ে বললেন, ‘‘প্রোডিউসারের ফিয়ন্সে তর্কে যাব না ৷’’
সামনের পুজোয় আসছেন দেবের প্রোডাকশন হাউজের আগামী ছবি ‘হইচই আনলিমিটেড’৷ আর সেই ছবির প্রোমোশনের জন্য এমন অভিনব ভিডিও তৈরি করে নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন দেব ৷ তবে ছবির প্রোমোশনের জন্য মজার ভিডিও বানানো হলেও সম্পর্ক নিয়ে এমন স্পষ্টভাবে সর্বসমক্ষে কখনও জানাননি দেব ও রুক্মিণী ৷ এই দুই তারকা বলে এসেছেন যে তাঁরা খুব ভা বন্ধু ৷ কিন্তু এই ভিডিও’র দৌলতে জানা গেল যে, রুক্মিনী দেবের ‘ফিয়ন্সে’ অর্থাৎ ‘বাগদত্তা’ ৷
তাছাড়া সিনেদুনিয়ায় এখন বিয়ের মরশুম। একের পর এক সাতপাকে বাঁধা পড়ছেন তারকারা। এ সময় প্রচ্ছন ভাবে জানিয়ে রাখলেন বিয়ে করছেন তাঁরা।