এই নিয়ে গতকাল বুধবার এইকটি ট্যুইটও করেন তিনি ৷ তাঁর ব্যাখা, একটা সময় মানুষ প্রণববাবুর ভাষণ ভুলে যাবেন ৷ তবে আরএসএস সদর দফতরে প্রণববাবুর হাজির থাকার ছবি রয়ে যাবে ৷ আর পরবর্তীকালে এই ছবি দেখিয়েই বিজেপি এবং আরএসএস মানুষকে ভুল বোঝাবে ৷
advertisement
তিনি আরও বলেন, ‘‘খুব তাড়াতাড়ি প্রণববাবু বিজেপি’র এই নোংরা অভিসন্ধির কথা বুঝতে পারবেন ৷’’ এর আগে কংগেস ছেড়ে বিজেপিতে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় যেতে চলেছেন বলে খবর রটেছিল ৷ তবে সে সময় এই রটনার পিছনে বিজেপিকেই দায়ী করেছিলেন প্রণব-কন্যা ৷
advertisement
Location :
First Published :
June 07, 2018 10:11 AM IST