TRENDING:

আরএসএস সমাবর্তন অনুষ্ঠান শুরু, মঞ্চে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

Last Updated:

নাগপুরে শুরু হয়েছে আরএসএস-এর সমাবর্তন অনুষ্ঠান ৷ মঞ্চে উপস্থিত রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাগপুর: নাগপুরে শুরু হয়েছে আরএসএস-এর সমাবর্তন অনুষ্ঠান ৷ মঞ্চে উপস্থিত রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ নাগপুরে আরএসএস-এর সদর দফতরে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে সরগরম জাতীয় রাজনীতি ৷ প্রণববাবুর এই সিদ্ধান্ত নিয়ে জলঘোলাও কম হয়নি ৷
advertisement

অন্যদিকে এই ইস্যুতে মুখ খুলেছেন খোদ প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷ বাবার এই সিদ্ধান্তে তিনি বেশ হতাশ ৷ প্রণববাবুর এই সিদ্ধান্ত আরএসএস-এর হাতে মিথ্যা প্রচারের সুযোগ তুলে দিল বলে মত শর্মিষ্ঠার ৷

এই নিয়ে গতকাল বুধবার এইকটি ট্যুইটও করেন তিনি ৷ তাঁর ব্যাখা, একটা সময় মানুষ প্রণববাবুর ভাষণ ভুলে যাবেন ৷ তবে আরএসএস সদর দফতরে প্রণববাবুর হাজির থাকার ছবি রয়ে যাবে ৷ আর পরবর্তীকালে এই ছবি দেখিয়েই বিজেপি এবং আরএসএস মানুষকে ভুল বোঝাবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

তিনি আরও বলেন, ‘‘খুব তাড়াতাড়ি প্রণববাবু বিজেপি’র এই নোংরা অভিসন্ধির কথা বুঝতে পারবেন ৷’’ এর আগে কংগেস ছেড়ে বিজেপিতে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় যেতে চলেছেন বলে খবর রটেছিল ৷ তবে সে সময় এই রটনার পিছনে বিজেপিকেই দায়ী করেছিলেন প্রণব-কন্যা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আরএসএস সমাবর্তন অনুষ্ঠান শুরু, মঞ্চে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়