এই খবর সামনে আসতেই ফের নোট বাতিলের আতঙ্ক ছড়িয়েছে পড়েছে ৷ তবে প্রেস ওয়ার্কাস ফেডারেশনের প্রেসিডেন্ট জগদীশ গডসে জানান, নোট ছাপাতে যে কালি প্রয়োজন তার অভাবের কারণেই ২০০ এবং ৫০০ টাকার নোট ছাপানো আপাতত বন্ধ রাখা হবে।
Location :
First Published :
April 19, 2018 1:01 PM IST