TRENDING:

ঘরে ঘরে এবার ব্রডব্যান্ড পরিষেবা, ১৫ অগস্ট থেকে আসছে জিও-র JioGigaFiber

Last Updated:

বৃহস্পতিবার হয়ে গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ৷ রিলায়েন্সের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়্যারম্যান মুকেশ আম্বানি ঘোষণায় উঠে এল জিও নিয়ে নতুন পরিষেবা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: বৃহস্পতিবার হয়ে গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ৷ রিলায়েন্সের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়্যারম্যান মুকেশ আম্বানি ঘোষণায় উঠে এল জিও নিয়ে নতুন পরিষেবা ৷ ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণে জিওর তরফ থেকে এবার বাজারে আসতে চলেছে জিও-র ব্রডব্যান্ড ও ফিক্সড লাইন পরিষেবা ৷ বৃহস্পতিবারের বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি লঞ্চ করলেন জিও গিগা ফাইবার ৷ মুকেশ আম্বানির কথায়, প্রায় ১,১০০ শহরে, ব্যবসায়ী, ছোট ও মাঝারি বাণিজ্যিক সংস্থা ও বড়সড় শিল্প প্রতিষ্ঠানেও মিলবে জিও-র এই নতুন উন্নত ব্রডব্যান্ড পরিষেবা ৷
advertisement

১৫ অগস্ট থেকেই শুরু হবে জিও-র গিগা-ফাইবার পরিষেবার রেজিস্ট্রেশন ৷ রেজিস্ট্রেশন করা যাবে myjio ও jio.com-এ ৷

এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি আরও বলেন,

‘জিও, রিটেলে ৩০ শতাংশ আয় বৃদ্ধি’

advertisement

‘দ্রুত গতির সঙ্গে এগোচ্ছে রিলায়েন্স’

‘পেট্রো কেমিক্যাল ব্যবসায় এগিয়ে রিলায়েন্স’

‘জিএসটি প্রদানে রিলায়েন্স প্রথম’

‘সর্বোচ্চ আয়কর দাতা রিলায়েন্স’

‘২৫০০ মিলিয়ন কাস্টমার জিওর’

‘ডিজিটাল ইন্ডিয়া দ্রুত এগিয়ে রিলায়েন্স’

‘জিও প্রথম ভারতের মোবাইল ভিডিও নেটওয়ার্ক’

‘২৯০ মিনিট প্রতিদিন জিও ব্যবহৃত হয়’

‘ডেটা ব্যবহারে সর্বোচ্চ স্থানে জিও’

‘দেশের জনসংখ্যার ৯৯ শতাংশ জিও গ্রাহক ’

advertisement

আরও পড়ুন, 

Live Updates: Reliance AGM 2018: আসছে জিও ফোন ২, মিলবে ৫০১ টাকায় : মুকেশ আম্বানি

মুকেশ আম্বানি আরও বলেন,

‘গত বছর থেকে জিও দেশের মধ্যে প্রথম’

‘দেশের প্রতিটি জেলা ও গ্রামে পৌঁছেছে জিও’

‘জিও নেটওয়ার্কের প্রত্যেক গ্রাহক সন্তুষ্ট’

‘এবার ব্রডব্যান্ড ইন্টারনেট আনবে জিও’

‘দেশের জনসংযোগে সর্বোচ্চ স্থানে জিও’

advertisement

‘ডিজিটাল পরিকাঠামোর জন্য খরচ করা হয়েছে’

‘দেশের প্রতিটি জায়গায় ডিজিটাল পরিকাঠামো’

‘ঘর থেকেই ভিডিও কনফারেন্স আনবে জিও’

‘স্মার্টফোনে উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে জিও’

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ঘরে ঘরে এবার ব্রডব্যান্ড পরিষেবা, ১৫ অগস্ট থেকে আসছে জিও-র JioGigaFiber