TRENDING:

হার্টব্রেক শুধু কথার কথা নয়, সত্যিই আমাদের হৃদয়ভঙ্গ হয়, জানাচ্ছেন গবেষকরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাউস্টন: হৃদয়ভঙ্গ কথাটা আমরা অনায়াসেই বলে থাকি৷ গবেষকরা কিন্তু জানাচ্ছেন, বিষয়টা মোটেও খুব হেলাফেলার নয়৷ সত্যিই আমাদের হার্টব্রেক বা হৃদয়ভঙ্গ হয়৷ প্রিয়জনের মৃত্যু, কঠিন অসুখ, চাকরি খোয়ানো যেকোনও কারণেই হতে পারে হার্টব্রেক৷ আর তা থেকেই দেখা দিতে পারে গুরুতর সমস্যা৷
advertisement

ডাক্তারি পরিভাষায় হার্টব্রেক সিন্ড্রোমকে বলা হয় কার্ডিওমায়োপ্যাথি৷ হাউস্টনের এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টারের গবেষকরা জানাচ্ছেন তারা ৬ বছর ধরে ৩০ জন এরকম রোগী পেয়েছেন যারা ক্যানসার বা কার্ডিয়াক সমস্যায় আক্রান্ত হওয়ার আগে হার্টব্রেকের শিকার হয়েছিলেন৷ ৬৩ বছরের এক মহিলা মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার ২ বছর আগে হার্টব্রেকের শিকার হয়েছিলেন৷ তিনি জানিয়েছেন, ওই সময় তার পোষ্যের মৃত্যু হয়, তাঁর স্বামী চাকরি থেকে অবসর গ্রহণের মুখে ছিলেন এবং পারিবারিক সম্পত্তিগতও কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন৷ গ্যাস্ট্রিক ও ফুসফুসের সমস্যায় ভোগা দুই মহিলারও হার্টব্রেকের রেকর্ড রয়েছে৷

advertisement

কী হয় হার্ট ব্রেক হলে?

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

গবেষকরা জানাচ্ছেন, হার্টের মূল চেম্বার অর্থাৎ বাঁ দিকের ভেন্ট্রিকল দুর্বল হয়ে পড়ে৷ যার ফলে বুকে ব্যথা হয়, শ্বাস নিতে অসুবিধা হয়৷ অনেক সময় নকল হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেয়৷ মাথা ঘোরা, বমি বুকে ব্যথার মতো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে বলছেন গবেষকরা৷ হাউস্টনের মেমোরিয়াল হার্মান হার্ট অ্যান্ড ভাসকুলার ইনস্টিটিউটের কার্ডিওলজিস্ট অভিজিৎ ধোবলে জানান, ২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬,২০০টি হার্টব্রেকের রিপোর্ট পাওয়া গিয়েছে৷ অতিরিক্তি স্ট্রেসের কারণেই এমনটা হয়ে থাকে৷ ৯৫ শতাংশ ক্ষেত্রেই ১ থেকে ২ মাসের মধ্যেই এই সমস্যা কাটিয়ে উঠলেও বেশ কিছু ক্ষেত্রে তা পরবর্তীকালে বড় আকার নিতে পারে৷ এমনকী, ৩ শতাংশ ক্ষেত্রে হার্টব্রেকের কারণে মৃত্যু ঘটতে পারে বলেও জানাচ্ছেন গবেষকরা৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হার্টব্রেক শুধু কথার কথা নয়, সত্যিই আমাদের হৃদয়ভঙ্গ হয়, জানাচ্ছেন গবেষকরা