কিছুদিন আগেই টেলিকমের পর ডিজিট্যাল স্যাটেলাইট সার্ভিস নিয়ে আসার কথা ঘোষণা করে রিল্যায়েন্স জিও ৷ এবার জিও কোম্পানি সূত্রে খবর, সবচেয়ে সস্তায় ফোরজি ল্যাপটপ লঞ্চ করতে চলেছে রিলায়েন্স জিও ৷
অ্যাপেল ম্যাকবুক প্রো-এর আদলে তৈরি হতে চলেছে জিও ফোরজি ল্যাপটপ ৷ পকেটসই মূল্যে মিলবে দুর্দান্ত ফিচার সহ ল্যাপটপ ৷ অ্যাপেল ম্যাকবুকের মতোই জিও ল্যাপটপের এইচডি স্ক্রিন হবে ১৩.৩ ইঞ্চি ৷ ল্যাপটপের বডি তৈরি হবে ম্যাগনেশিয়াম অ্যালয় দিয়ে ফলে ওজনে ভীষণ হাল্কা ও সহজে বহনযোগ্য হবে জিও ল্যাপটপ ৷
advertisement
ল্যাপটপে থাকবে কোয়াডকোর ইনটেল প্রিমিয়াম প্রসেসর ৷ ৪জিবি RAM এবং ১২৮ জিবি SSD স্টোরেজ, LTE সাপোর্ট, মাইক্রো এসডি কার্ড লাগাবার পোর্ট, HDMI পোর্ট ৷ এছাড়া ভিডিও কলিংয়ে সুবিধার জন্য থাকবে বিশেষ HD ক্যামেরা ৷ তবে ল্যাপটপটিতে আলাদা করে কোনও কুলিং ফ্যানের ব্যবস্থা থাকবে না ৷
সূত্রের খবর, ল্যাপটপ ডিজাইনিং ও তৈরির কাজ প্রায় শেষ ৷ শীঘ্রই বাজারে পা রাখবে রিলায়েন্স জিও 4G ল্যাপটপ ৷
টেলিকমের মতো ল্যাপটপেও রয়েছে ক্রেতাদের জন্য আকর্ষণীয় ওয়েলকাম অফার ৷ ফোরজি ল্যাপটপের সঙ্গে মিলবে আনলিমিটেড ডেটা অফার সহ রিলায়েন্স জিও সিম ৷