TRENDING:

জিও মিউজিকের সঙ্গে যুক্ত হল Saavn

Last Updated:

এ বার বিলিয়ন-ডালারের মিউজিক প্ল্যাটফর্ম তৈরি করতে Saavn মিউজিক অ্যাপের সঙ্গে যুক্ত হল জিও মিউজিক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এ বার বিলিয়ন-ডালারের মিউজিক প্ল্যাটফর্ম তৈরি করতে Saavn মিউজিক অ্যাপের সঙ্গে যুক্ত হল জিও মিউজিক ৷
advertisement

রিলায়্যান্স ইন্ডাস্ট্রি লিমিটেড গতকাল Saavn-এর সঙ্গে যুক্তিবদ্ধ হয়েছে ৷ এর ফলে জিও মিউজিক এ বার থেকে আরও বেশি সমৃদ্ধ হবে, আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারবে ৷ বিশ্বের সবচেয়ে বড় মিউজিক অ্যাপের সঙ্গে এই চুক্তির জন্য ১০০ মিলিয়ন ডলার খরচ করেছে রিলায়্যান্স ৷ এই চুক্তির ফলে টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট, লিবার্টি মিডিয়া এবং বার্টেলসম্যান-এর পাশাপাশি Saavn-এর স্টকহোল্ডার হল রিলায়্যান্সও ৷

advertisement

আরও পড়ুন: ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসছে ওয়ানপ্লাস 6, দাম কত?

শুক্রবার এক বিবৃতিতে রিলায়্যান্সের ডিরেক্টর আকাশ আম্বানি বলেন, জিও এবং Saavn-এর গ্রাহকরা এর ফলে উপকৃত হবেন ৷ পাশাপাশই শিল্পী এবং বিজ্ঞাপনদাতারাও এর ফলে অেক সুবিধা পাবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

দেশ-বিদেশে Saavn এই মুহূর্তে সর্বোচ্চ ডাউনলোডিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম ৷ অন্যদিকে, জিওমিউজিকে রয়েছে ২০টি ভাষায় প্রায় ১৬ মিলিয়ন গান ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জিও মিউজিকের সঙ্গে যুক্ত হল Saavn