ছবির বিষয় অবশ্য বেশ সিরিয়াস হতে চলেছে ৷ আয়শা চৌধুরীর ওপর তৈরি হবে এই ছবি ৷ কে এই আয়শা ? দিল্লির মেয়ে, যিনি নিজের বক্তব্যে অন্যদের উদ্বু্দ্ধ করতেন মাত্র তেরো বছর বয়েসেই ৷ কঠিন ফুসফুসের রোগে আক্রান্ত আয়েশার মৃত্যু হয় আঠারো বছরই ৷
আরও পড়ুন : মা-বাবার সঙ্গে থাকেন কেন আপনি? ইন্টারনেটে ট্রোলড হলেন অভিষেক বচ্চন !
advertisement
'মার্গারিটা উইথ আ স্ট্র' ছবির পরিচালক সোনালী বোসের পরবর্তী ছবির গল্প এই আয়শাকে নিয়েই ৷ এই ছবির জন্য প্রিয়াঙ্কা চোপড়া ও অভিষেক বচ্চনের সঙ্গে কথা হয়েছে পরিচালকের ৷ ছবির স্ক্রিপ্টও শুনেছেন অভিনেতা অভিনেত্রী ৷ আয়শার বাবা মায়ের চরিত্রের জন্য বাছা হয়েছে এদের ৷ তবে আপাতত আয়শার ভূমিকায় কাকে নেওয়া হবে, তার খোঁজ চলছে ৷
advertisement
Location :
First Published :
April 18, 2018 5:29 PM IST