ভোট চলাকালীন ও পরবর্তী হিংসার খবর খতিয়ে দেখেই রাজ্য নির্বাচন কমিশন এই বুথগুলিতে ফের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ৷ গত ১৪ মে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ইস্যুতে কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছিল হাজারেরও বেশি ৷
৪৬,৭০৫টি বুথে ভোট হয়েছিল সোমবার। বুধবার তার ১.২২ শতাংশ বুথে ফের ভোট হবে।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন বুথে আজ চলছে ভোটগ্রহণ ৷
advertisement
আরও পড়ুন: কড়া নিরাপত্তার মধ্যেই রাজ্যের ৫৭২টি বুথে ফের শুরু হল ভোটদান
• উত্তর দিনাজপুরে ৭৩টি বুথে ভোটগ্রহণ
• মুর্শিদাবাদে ৬৩টি বুথে ভোটগ্রহণ
• নদিয়ায় ৬০টি বুথে ভোটগ্রহণ
• উত্তর ২৪ পরগনা ৫৯টি বুথে ভোটগ্রহণ
• মালদহে ৫৫টি বুথে ভোটগ্রহণ
• কোচবিহারে ৫২টি বুথে ভোটগ্রহণ
• হাওড়ায় ৩৮টি বুথে ভোটগ্রহণ
• দক্ষিণ দিনাজপুরে ৩৫টি বুথে ভোটগ্রহণ
• পূর্ব মেদিনীপুরে ২৩টি বুথে ভোটগ্রহণ
• দক্ষিণ ২৪ পরগনায় ২৯টি বুথে ভোটগ্রহণ
• পশ্চিম মেদিনীপুরে ২৯টি বুথে ভোটগ্রহণ
• পূর্ব বর্ধমানে ১৮টি বুথে ভোটগ্রহণ
• হুগলির ১০টি বুথে ভোটগ্রহণ
• পুরুলিয়ায় ৭টি বুথে ভোটগ্রহণ
• বীরভূমে ৬টি বুথে ভোটগ্রহণ
• জলপাইগুড়িতে ৫টি বুথে ভোটগ্রহণ
• বাঁকুড়ায় ৫টি বুথে ভোটগ্রহণ
• পশ্চিম বর্ধমান ৩টি বুথে ভোটগ্রহণ
• আলিপুরদুয়ারে ২টি বুথে ভোটগ্রহণ