অতিরিক্ত চাহিদার কারণে ৫০০ টাকার বেশি নোট ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ৫০০ টাকার নোটে প্রায় ৩০০০ কোটি টাকার নোট প্রতিদিন ছাপানো হচ্ছে ৷ এই মুহূর্তে দেশে নোট সমস্যা অনেকটাই কমেছে ৷
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর বাজারে এসেছিল ২০০০ টাকার নোট ৷ বিমুদ্রাকরণের পর নোট সমস্যা কমাতে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট নিয়ে এসেছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু এত নোট সমস্যা পুরোপুরি মেটেনি ৷ বেশিরভাগ এটিএমে মিলছে ২০০০ টাকার নোট ৷ যার জেরে খুচরোর সমস্যা দেখা দিয়েছে বাজারে ৷
advertisement
প্রথমে মনে করা হয়েছিল বড় অঙ্কের নোটে নোট বাতিলের জেরে তৈরি হওয়া পরিস্থিতির সঙ্গে লড়াই করা যাবে। তবে দেখা গিয়েছে, ২০০০ টাকার নোট খুচরো করাতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তাই এবার ছোট অঙ্কের টাকার নোট ছাপানোর উপরে জোর দেওয়া হয়েছে ৷
Location :
First Published :
May 07, 2018 1:47 PM IST