TRENDING:

বন্ধ হয়ে গেল ২০০০ টাকা নোট !

Last Updated:

নোট সঙ্কটের সমস্যা মেটাতে ৫০০ টাকার নোট ছাপানো বাড়িয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নোট সঙ্কটের সমস্যা মেটাতে ৫০০ টাকার নোট ছাপানো বাড়িয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ কিন্তু এর সঙ্গে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সিস্টেমে প্রায় ৭ লাখ কোটি টাকার ২০০০ টাকার নোট রয়েছে ৷ এর পাশাপাশি বাজারে ৫০০, ২০০ ও ১০০ টাকার নোট রয়েছে ৷
advertisement

অতিরিক্ত চাহিদার কারণে ৫০০ টাকার বেশি নোট ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ৫০০ টাকার নোটে প্রায় ৩০০০ কোটি টাকার নোট প্রতিদিন ছাপানো হচ্ছে ৷ এই মুহূর্তে দেশে নোট সমস্যা অনেকটাই কমেছে ৷

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর বাজারে এসেছিল ২০০০ টাকার নোট ৷ বিমুদ্রাকরণের পর নোট সমস্যা কমাতে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট নিয়ে এসেছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু এত নোট সমস্যা পুরোপুরি মেটেনি ৷ বেশিরভাগ এটিএমে মিলছে ২০০০ টাকার নোট ৷ যার জেরে খুচরোর সমস্যা দেখা দিয়েছে বাজারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

প্রথমে মনে করা হয়েছিল বড় অঙ্কের নোটে নোট বাতিলের জেরে তৈরি হওয়া পরিস্থিতির সঙ্গে লড়াই করা যাবে। তবে দেখা গিয়েছে, ২০০০ টাকার নোট খুচরো করাতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তাই এবার ছোট অঙ্কের টাকার নোট ছাপানোর উপরে জোর দেওয়া হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বন্ধ হয়ে গেল ২০০০ টাকা নোট !