TRENDING:

কেন্দ্র-আরবিআই তরজা ! পদত্যাগ করতে পারেন RBI গভর্নর উরজিত প্যাটেল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রের সঙ্গে সম্পর্কের অবনতি ৷ যার জেরে পদত্যাগ করতে পারেন আরবিআই গভর্নর উরজিত প্যাটেল ৷ জাতীয় সংবাদসংস্থা সূত্রে এমনটাই খবর ৷
advertisement

মার্কিন ডলারের নিরিখে টাকার দরে অবিরাম পতন ৷ যার জেরে কেন্দ্রের সঙ্গে মতবিরোধ হয় আরবিআই গভর্নরের ৷ দেশের আর্থিক পরিস্থিতি সামাল দিতে একমতে আসতে পারছে না দেশের ব্যাঙ্কিং নিয়ামক সংস্থা ও অর্থ মন্ত্রক ৷ যার জেরেই সম্ভবত পদত্যাগের সিদ্ধান্ত নিতে চলেছেন উরজিত প্যাটেল ৷

বুধবার সকালে এই প্রসঙ্গে ট্যুইট করেন পি চিদম্বরম ৷ দেশের টালমাটাল আর্থিক পরিস্থিতির জন্য আরবিআই-কেই কাঠগড়ায় তুলছেন তিনি ৷

advertisement

জাতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, কিছুদিন আগে কেন্দ্র আরবিআই অ্যাক্ট সেকশন ৭-র অধীনে একটি আরবিআই-কে একটি চিঠি পাঠায় ৷ ব্যাঙ্ক ছাড়াও আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলির কিছু ভুল নীতি গ্রহণের জেরে দেশের আর্থিক পরিকাঠামোতে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে ৷ যার জেরে দেশের আর্থিক টালমাটাল আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ৷ চিঠিতে আরবিআই গভর্নরকে এই বিষয়টি নিয়েই সতর্ক করেছিল কেন্দ্র ৷ পাশাপাশি এই বিষয়ে বেশ কিছু নির্দেশও উরজিত প্যাটেলকে দেয় কেন্দ্র ৷ এই বিষয়টি নিয়েই সম্ভবত দু’পক্ষের মতের অমিল হয় ৷ যার জেরেই পদত্যাগের কথা ভাবছেন উরজিত প্যাটেল ৷ জাতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর মিলছে ৷

advertisement

আরও পড়ুন:  রাজ্যজুড়ে কমবে বৃষ্টির দাপট, ফের চড়বে তাপমাত্রার পারদ

প্রসঙ্গত, সেকশন ৭ অনুযায়ী, দেশের আর্থিক পরিস্থিতি যদি টালমাটাল হয় ৷ সেক্ষেত্রে কেন্দ্র আরবিআই-কে বেশ কিছু নির্দেশ দিতেই পারে ৷ সেক্ষেত্রে দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে দেশের জনসাধারণের কথা ভেবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

বিদেশি ব্যাঙ্কের এক সিনিয়ার ট্রেডার বলেন, ‘এহেন পরিস্থিতিতে আরবিআই গভর্নর যদি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেটি অবিবেচক এবং অপরিণত সিদ্ধান্ত ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্র-আরবিআই তরজা ! পদত্যাগ করতে পারেন RBI গভর্নর উরজিত প্যাটেল