কিন্তু বিয়ের প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পরেই শুরু হয় আসল সংসার জীবন ৷ সেখানে থাকে নানান চড়াই-উতরাই ৷ অম্ল-মধুর স্মৃতিরা সহবাস করে ৷ বিয়ের পর পারস্পরিক বোঝাপড়াটাই মুখ্য হয়ে দাঁড়ায় ৷ কিন্তু রণবীর-দীপিকা তো আর সাধারণ দম্পতি নন ৷ তাঁদের বিয়ে ঘিরে উদ্বেল হয়েছিল গোটা দেশ ৷ তাঁদের সংসার জীবনটা কেমন ? বিয়ের পর কেমন কাটছে দীপ-বীরের জীবন ? লাইফস্টাইলে কি এবার বদল এল ? কে বেশি মানিয়ে চলেন? সংসারের রাশই বা কার হাতে?
advertisement
এই উত্তরের খানিকটা আভাস দিলেন স্বয়ং রণবীর ৷ সম্প্রতি ‘সিম্বা’-র ট্রেলর লঞ্জে এসে কী বলেন নায়ক, দেখুন ভিডিওতে ৷
Location :
First Published :
December 06, 2018 12:15 PM IST