আরও পড়ুনএই মানুষটির জন্য ‘নকল জন্মদিন’ সেলিব্রেট করলেন রুক্মিণী মৈত্র
ঠাকুমার মৃত্যুতে শোকাহত পদ্মাবতের নায়ক৷ আজ সকালেই হয় শেষকৃত্য৷ তাই নিজের একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকও বাতিল করেন বলিউডের মোস্ট এনার্জেটিক হিরো৷ সূত্রের খবর, ঠাকুমার শেষকৃত্যের সময় রণবীরের পাশে ছিলেন দীপিকাও৷
আরও পড়ুন গান চুরি আমাকে গায়ক বানিয়েছিল, চুলের রং চুরি আমাকে পরিচালক বানাল: শিলাজিৎ
advertisement
কিছুদিনের মধ্যেই রণবীর-দীপিকার বিয়ে, এমনই খবর বলিটাউনে৷ তবে এই মৃত্যুতে বিয়ের ওপর কোন প্রভাব পড়বে কিনা, অর্থাৎ বিয়ে পিছিয়ে যাবে কিনা, সেটা এখনও জানা যায়নি৷ আপাতত নিজের ছবি গাল্লি বয় ও সিম্বা ছবির শ্যুটিং-এ ব্যস্ত রণবীর সিং৷
Location :
First Published :
June 04, 2018 6:58 PM IST