এমনিতেই বলিউড গুঞ্জনে রয়েছে খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন দীপিকা ও রণবীর ৷ গুজবে রয়েছে দুই পরিবার নাকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রণবীর ও দীপিকার বিয়ের তোড়জোর ৷ তবে এই নিয়ে দীপিকা ও রণবীরের তরফ থেকে কোনও ধরণের মন্তব্য পাওয়া যায়নি ৷ তাই ইনস্টাগ্রামে রণবীরের এই কথা শুনে অনেকেই মনে করেছিলেন, রণবীর হয়তো দীপিকার সঙ্গে বিয়ে নিয়ে কিছু একটা ইঙ্গিত দিতে চলেছেন ৷ তবে আপাতত, সেই ভাবনায় জল !
advertisement
রণবীর জানালেন, ‘সিম্বা’ ছবিতে একটি গানের শ্যুটিংয়ে কথা ৷ এই গানটি রণবীরের জীবনে সবচেয়ে বড় গান হতে চলেছে বলে রণবীর দাবি করেছেন ৷ অবশ্য এই ভিডিওতে রণবীরের সঙ্গে ছিলেন রোহিত শেট্টি ও গণেশ আচার্য ৷
Location :
First Published :
June 29, 2018 5:46 PM IST