TRENDING:

হৃতিক-বিরাটকে ফিটনেস চ্যালেঞ্জ কে ছুঁড়লেন, জানেন?

Last Updated:

ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর এখন সবাইকে ফিটনেস চ্যালেঞ্জ দিচ্ছেন৷ বলছেন নিজেদের ফিটেনেস ভিডিও পোস্ট করতে৷ তিনি নিজেও নিজের দফতরে গিয়ে, কাজের মাঝে দিচ্ছেন ডন বৈঠক৷ বলছেন এইভাবে ফিট থাকতে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: তিনি অলিম্পিয়ান৷ তিনি ইন্ডিয়ান আর্মির কর্নেল৷ এমনিতেই ফিট থাকাটা তাঁর মজ্জায়৷ তবে অন্যদের মধ্যেও যে তিনি এভাবে প্রভাব ফেলবেন, সেটা জানা ছিল না৷ ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এখন সবাইকে ফিটনেস চ্যালেঞ্জ দিচ্ছেন৷ বলছেন নিজেদের ফিটেনেস ভিডিও পোস্ট করতে৷ তিনি নিজেও নিজের দফতরে গিয়ে, কাজের মাঝে দিচ্ছেন ডন বৈঠক৷ বলছেন এইভাবে ফিট থাকতে হবে৷
advertisement

দেশের প্রধানমন্ত্রীও ফিটনেসে বিশ্বাসী, বলছেন রাঠোর সাব৷ তাই এখন মন্ত্রীর মিশন হাম ফিট তো ইন্ডিয়া ফিট৷ এতে তিনি সত্যি সামিল করতে চাইছেন সব্বাইকে৷ চ্যালেঞ্জ থ্রো করছেন তারকাদের৷ এভাবেই সবার কাছেই পৌঁছে যাবে ফিটনেসের বার্তা৷ আপাতত তাঁর ডাকে সারা দিয়েছেন হৃতিক রোশন এবং সাইনা নেহওয়াল৷ তারাও বেশ কয়েকজনকে চ্যালেঞ্জ থ্রো করেছেন৷ যদিও বিরাট কোহলি এখনও কোন উত্তর দেননি৷

advertisement

এমনিতেই ফিটনেস নিয়ে বেশ সচেতন রাষ্ট্রপ্রধান৷ তাঁর উদ্যোগে শুরু হয়েছে বিশ্ব যোগা দিবস৷ এখন দেখার, রাজ্যবর্ধন সিং রাঠোরের এই প্রচেষ্টা কতটা সফল হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
হৃতিক-বিরাটকে ফিটনেস চ্যালেঞ্জ কে ছুঁড়লেন, জানেন?