TRENDING:

এবারের পোস্টারে দেখা মিলল সঞ্জুর মায়ের

Last Updated:

মায়ের ডাক ছিল সঞ্জু৷ ৩ সন্তানের মধ্যে ছেলে ছিল নার্গিসের সব থেকে আদরের৷ তাই তো সঞ্জয়কে তিনি ডাকতেন সঞ্জু বলেই৷ সেই নামেই এখন আমরা সবাই সঞ্জু ডাকছি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মায়ের ডাক ছিল সঞ্জু৷ ৩ সন্তানের মধ্যে ছেলে ছিল নার্গিসের সব থেকে আদরের৷ তাই তো সঞ্জয়কে তিনি ডাকতেন সঞ্জু বলেই৷ সেই নামেই এখন আমরা সবাই সঞ্জু ডাকছি৷ ছবির নামটাই এমন রেখেছেন পরিচালক হিরানি৷ এবার ছবিতে নার্গিসের পোস্টার সামনে আনলেন পরিচালক রাজকুমার হিরানি৷
advertisement

আরও পড়ুন দার্জিলিঙে রজনীকান্ত ! শ্যুটিং শুরু বুধবার

প্রথম থেকেই চরিত্রদের লুকে বোল্ড আউট করেছেন রাজকুমার হিরানি৷ সেই তালিকায় থাকবেন মণীষা কৈরালাও৷ নার্গিস হিসেবে দারুণ মানিয়েছে তাঁকেও৷ নার্গিসের পোস্টারের জন্য পরিচালক বেছে নিলেন সাদা কলো রং৷ কারণ ব্ল্যাক এন্ড হোয়াইট সময়টায় বড়পর্দায় নার্গিসই ছিলেন অন্যতম নায়িকা৷ একের পর হিট ছবি ছিল তাঁরই ঝুলিতে৷ রাজ-কাপুররে সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সুনীল দত্তকেই বিয়ে করেন নার্গিস৷ মায়ের ঘনঘন শরীর খারাপ যে সঞ্জয়ের মনে চাপ ফেলত, সেটা তো ট্রেলারেই প্রকাশ পেয়েছে৷ এখন কীভাবে আরও গভীর এই মা-ছেলে সম্পর্ক ছবিতে আনছেন পরিচালক, সেটাই দেখার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
এবারের পোস্টারে দেখা মিলল সঞ্জুর মায়ের