একটি আন্তর্জাতিক সংবাদসংস্থায় প্রথম প্রকাশিত হয় খবরটি ৷ চিঠিতে মহিলার বয়ান অনেকটা এরকম- 'সেই রাতে (এপ্রিল ৯, ২০১৮) আমার মন, শরীর ও দেহ দূষিত হয়ে গিয়েছিল এবং আগামী ৬ মাস তার জের ছিল' ৷ তাঁর অভিযোগ মার্চ থেকে সেপ্টেম্বর ২০১৮-এ বহুবার হিরানির অত্যাচারের স্বীকার হয়েছেন তিনি ৷'আমার পক্ষে কিছুই করার ছিল না ৷ হারানি এতটাই প্রভাবশালী যে আমার সম্বন্ধে খারাপ কিছু বললে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত ৷ তাই চুপ ছিলাম' ৷
advertisement
আরও পড়ুনফাগুন বউ-এর সেটে হাজির ঐন্দিলার মা, তারপর যা হল...দেখুন ভিডিও
এছাড়াও তিনি শেলি চোপড়া, অভিজাত জোশি (হিরানির বহু ছবির চিত্রনাট্যকার)-কেও ইমেল করেছেন বলেই দাবি ৷ যদিও হিরানির আইনজীবীর পক্ষ থেকে বিষয়টিকে মিথ্যে বলে জানানো হয়েছে ৷ হিরানিকে ফাঁসানো হয়েছে বলে তাঁর দাবি ৷
Location :
First Published :
January 13, 2019 5:29 PM IST