TRENDING:

ছবির সেটে যৌন হেনস্থা, অভিযোগ মুন্নাভাই-থ্রি ইডিয়টস-এর পরিচালক হিরানির বিরুদ্ধে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মুন্নাভাই সিরিজের ছবি, থ্রি ইডিয়টস, পিকে, সঞ্জু এই সব ছবির পরিচালকের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল ৷ সঞ্জু ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন এমন এক মহিলা এই অভিযোগ এনেছেন ৷ অভিযোগ জানিয়ে তিনি ইমেল করেছেন হিরানির বন্ধু ও তাঁর ছবির প্রযোজক বিধু বিনোধ চোপড়া ও তাঁর স্ত্রী অনুপমা চোপড়াকেও ৷ চিঠি পাঠানো হয়েছে ৩রা নভেম্বর ২০১৮ ৷ সঞ্জু ছবির সেটে এই ঘটনা বলেই অভিযোগ করেছেন তিনি ৷
advertisement

একটি আন্তর্জাতিক সংবাদসংস্থায় প্রথম প্রকাশিত হয় খবরটি ৷ চিঠিতে মহিলার বয়ান অনেকটা এরকম- 'সেই রাতে (এপ্রিল ৯, ২০১৮) আমার মন, শরীর ও দেহ দূষিত হয়ে গিয়েছিল এবং আগামী ৬ মাস তার জের ছিল' ৷ তাঁর অভিযোগ মার্চ থেকে সেপ্টেম্বর ২০১৮-এ বহুবার হিরানির অত্যাচারের স্বীকার হয়েছেন তিনি ৷'আমার পক্ষে কিছুই করার ছিল না ৷ হারানি এতটাই প্রভাবশালী যে আমার সম্বন্ধে খারাপ কিছু বললে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত ৷ তাই চুপ ছিলাম' ৷

advertisement

আরও পড়ুনফাগুন বউ-এর সেটে হাজির ঐন্দিলার মা, তারপর যা হল...দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এছাড়াও তিনি শেলি চোপড়া, অভিজাত জোশি (হিরানির বহু ছবির চিত্রনাট্যকার)-কেও ইমেল করেছেন বলেই দাবি ৷ যদিও হিরানির আইনজীবীর পক্ষ থেকে বিষয়টিকে মিথ্যে বলে জানানো হয়েছে ৷ হিরানিকে ফাঁসানো হয়েছে বলে তাঁর দাবি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ছবির সেটে যৌন হেনস্থা, অভিযোগ মুন্নাভাই-থ্রি ইডিয়টস-এর পরিচালক হিরানির বিরুদ্ধে