রাজেশ খান্নাকে ঘিরে বলিউডে ননা গল্প ছড়িয়ে ৷ সিনেমায় তাঁর প্রথম আসা, স্ট্রাগল, তারপর একে একে সব বাধা কাটিয়ে সুপারস্টার হওয়া !
আরও পড়ুন
এবার আদরের ছবিও সোশ্যাল মিডিয়ায় দিলেন রাজ-শুভশ্রী !
সেই সময় পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় ‘আনন্দ’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ৷ অনেকটাই শ্যুটিং এগিয়েছে ৷ তবে এক গুরুত্বপূর্ণ শ্যুটিংয়ের জন্য সিডিউলের বাইরে গিয়েই শ্যুটিংয়ের প্ল্যান করলেন পরিচালক ৷ এমনকী, একথা রাজেশ খান্নাকেও জানিয়ে ছিলেন পরিচালক ৷ সব যখন রেডি ৷ প্রায় শ্যুটিং শুরু হবে বলে, ঠিক তখনই গায়েব রাজেশ খান্না ৷ প্রায় দু’ থেকে তিন ঘণ্টা কাটিয়ে শ্যুটিংয়ে ফিরলেন রাজেশ ৷
advertisement
শোনা যায়, এই ঘটনার পর পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় এতটাই রেগে যান যে সিনেমার শ্যুটিং থামিয়ে দেন ৷ এমনকী, ঋষিকেশ নাকি ‘আনন্দ’ ছবি তৈরিই করবেন না বলে ঠিক করেছিলেন ৷ তবে ঋষিকেশ মুখোপাধ্যায়ের কাছে পুরো ঘটনার জন্য ক্ষমা চাওয়ার পরই ফের শুরু হয় আনন্দ !