TRENDING:

FlashBack: রাজেশ খান্নার দেরিতে আসায় বন্ধ হয়েছিল ‘আনন্দ’-এর শ্যুটিং !

Last Updated:

তিনিই বলিউডের প্রথম সুপারস্টার ৷ তাঁর মন খোলা হাসি, নিজস্ব স্টাইলে এখনও মাত আট থেকে আশি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তিনিই বলিউডের প্রথম সুপারস্টার ৷ তাঁর মন খোলা হাসি, নিজস্ব স্টাইলে এখনও মাত আট থেকে আশি ৷ ‘আনন্দ’ থেকে ‘আরাধনা’, ‘অমর প্রেম’ থেকে ‘বাওয়ারচি’ ৷ রাজেশ খান্না মানেই সিনেমার পর্দায় ম্যাজিক৷ আজ ৬ বছর হয়ে গেল বলিউড রাজেশহীন ৷ তবে ভারতীয় সিনেমা নিয়ে যখনই আলোচনা হয়, তখন রাজেশ খান্নার নাম আসবেই আসবে ! এমনই ছিলেন সবার জনপ্রিয় ‘কাকা’ !
advertisement

রাজেশ খান্নাকে ঘিরে বলিউডে ননা গল্প ছড়িয়ে ৷ সিনেমায় তাঁর প্রথম আসা, স্ট্রাগল, তারপর একে একে সব বাধা কাটিয়ে সুপারস্টার হওয়া !

আরও পড়ুন 

এবার আদরের ছবিও সোশ্যাল মিডিয়ায় দিলেন রাজ-শুভশ্রী !

সেই সময় পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় ‘আনন্দ’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ৷ অনেকটাই শ্যুটিং এগিয়েছে ৷ তবে এক গুরুত্বপূর্ণ শ্যুটিংয়ের জন্য সিডিউলের বাইরে গিয়েই শ্যুটিংয়ের প্ল্যান করলেন পরিচালক ৷ এমনকী, একথা রাজেশ খান্নাকেও জানিয়ে ছিলেন পরিচালক ৷ সব যখন রেডি ৷ প্রায় শ্যুটিং শুরু হবে বলে, ঠিক তখনই গায়েব রাজেশ খান্না ৷ প্রায় দু’ থেকে তিন ঘণ্টা কাটিয়ে শ্যুটিংয়ে ফিরলেন রাজেশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শোনা যায়, এই ঘটনার পর পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় এতটাই রেগে যান যে সিনেমার শ্যুটিং থামিয়ে দেন ৷ এমনকী, ঋষিকেশ নাকি ‘আনন্দ’ ছবি তৈরিই করবেন না বলে ঠিক করেছিলেন ৷ তবে ঋষিকেশ মুখোপাধ্যায়ের কাছে পুরো ঘটনার জন্য ক্ষমা চাওয়ার পরই ফের শুরু হয় আনন্দ !

বাংলা খবর/ খবর/বিনোদন/
FlashBack: রাজেশ খান্নার দেরিতে আসায় বন্ধ হয়েছিল ‘আনন্দ’-এর শ্যুটিং !