TRENDING:

Rafale Verdict: 'চৌকিদার কখনও চোর হতে পারে না': অমিত শাহ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নস্যাৎ হয়ে গিয়েছে দুর্নীতির অভিযোগ । খারিজ হয়ে গিয়েছে তদন্তের আপিল । এইমুহূর্তে রাফাল রায়ে স্বস্তিতে কেন্দ্র। এরপরই বিরোধীদের বিরুদ্ধে পাল্টা সরব হল কেন্দ্রীয় শাসক দল ।
advertisement

আজ সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিরোধীদের তীব্র আক্রমন করেছেন বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহ। এই রায়ে সত্যের জয় হয়েছে ও শীর্ষ আদালতের রায় মিথ্যাবাদীদের মুখে থাপ্পড় মেরেছে, মন্তব্য অমিত শাহের।

ইচ্ছাকৃতভাবে জনগণকে বোকা বানানোর চেষ্টা হয়েছিল ও তাঁর জন্য মিথ্যের রাজনীতির আশ্রয় নিতে দ্বিধাবোধ করেননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, দাবি শাহের। এর পাশাপাশি তিনি জানিয়েছেন স্বাধীন ভারতে এতবড় মিথ্যাচার আগে হয়নি ও সেই কারণে ভারতীয় সেনা ও দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিৎ রাহুল গান্ধির।

advertisement

রাফাল নিয়ে যে অভিযোগগুলি করেছিলেন রাহুল তার সূত্র কী তা দেশবাসীকে জানানো উচিৎ রাহুলের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

দুর্নীতির প্রমাণ থাকলে সুপ্রিম কোর্টে যাননি কেন রাহুল, প্রশ্ন অমিত শাহের । রাজনীতির জন্য দেশের সুরক্ষাকে সংকটে ফেলেছেন রাহুল। এছাড়াও দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল একটি দুর্নীতির আখড়া ও সেই কারণেই বারবার মিথ্যা অভিযোগ আনছে কংগ্রেস।‘চৌকিদার চোর’— রাফাল ইস্যুতে এই স্লোগান তুলে লাগাতার প্রচার চালিয়েছেন রাহুল। এবার    চোরেরা একজোট হয়েছে ও সেই চৌকিদারকেই চোর বানানোর চেষ্টা চলছে, কটাক্ষ  করেছেন শাহ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rafale Verdict: 'চৌকিদার কখনও চোর হতে পারে না': অমিত শাহ