উত্তরপ্রদেশের
কৈরানা
গোরক্ষপুর
ফুলপুর থেকে
বিহারের
আরারিয়া
ও জেহানাবাদ
এই সব ক’টি কেন্দ্রের উপনির্বাচনেই বিরোধী জোটের কাছে পরাস্ত হয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে বাজিমাত করেছে এসপি-বিএসপি জোট। আর বিহারে আরজেডির পাশে ছিল কংগ্রেস। ২০১৯-এ নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করতে এই জোট সমীকরণের উপরই ভরসা করছেন রাহুল গান্ধি।
জার্মানির পর ইংল্যান্ড। বার্লিনের মতোই, শুক্রবার লন্ডনের অনুষ্ঠান মঞ্চ থেকেও কংগ্রেস সভাপতি নিশানা করেন গেরুয়া শিবিরকে। আরএসএসকে তুলনা করেন মিশরের কট্টরপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে।
advertisement
বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুলের এই আক্রমণের মোকাবিলায় আসরে নামতে হয় বিজেপিকেও।
২০১৯-এ দিল্লিতে যুদ্ধ। তার আঁচ এখন বিদেশেও। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে গিয়ে বার বার কংগ্রেসের তুলোধোনা করেছেন। এবার কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধিও গেরুয়া শিবিরকে নিশানা করে তেড়েফুঁড়ে আসরে নেমেছেন। বার্লিন থেকে লন্ডন। রাহুলের সুর সপ্তমে।