স্বভাবতই নিশানায় কেন্দ্রের শাসকদল রাহুলের নিশানায় উঠে এসেছে একের পর এক আক্রমণ ৷ তিনি আক্রমণ করেছেন বিপুল কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়ে দিল্লির মসনদে বসেছিলেন নরেন্দ্র মোদি তার একটিও পূর্ণ করেননি তিনি ৷ কৃষক-দলিত সবাই অবহেলার শিকার ৷ তিনি বলেছেন কালোটাকার বাড়-বাড়ন্ত এই সরকারের রাজত্বেই হয়েছে ৷
নারী সুরক্ষা থেকে শিক্ষানীতি, শিল্প থেকে বাণিজ্য, স্বাস্থ্যনীতি থেকে বিদেশনীতি , সরকারের পরিকল্পনাকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা ৷ গরিবদের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে ৷ আচ্ছে দিন তো দূরে থাকুক, নিজেকে তিনি নিজেকে জনগণের চৌকিদার বলেছিলেন ৷ এখন কোথায় সেই চৌকিদার ?
advertisement
রাহুলরে প্রবল আক্রমণে হট্টগোল বেধেছে ৷ একের পর এক আক্রমণে আপাতত মুলতুবি হয়েছিল সংসদ ৷ দুপুর ১.৪৫ এর পরে আবার শুরু হয়েছে সংসদের পরবর্তী পর্ব ৷ মুলতুবির পরে পুনরায় সংসদের কাজ শুরু হতেই রাহুল নিজের বক্তব্য শেষ করেছেন ৷ বক্তব্যের শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ও কোলাকুলি করেছেন ৷ তবে রাহুলের বক্তব্যের পাল্টা দিতে আসরে নেমেছেন প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলা সীতারামণ ৷ সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে বলা যেতে পারে যে বেশ আকর্ষমীয় হতে চলেছে আজকের সংসদ ৷
আরও পড়ুন : সারা দেশ জুড়ে ট্রাক ধর্মঘটের ডাক, দুর্ভোগে আমজনতা