স্থানীয় বাসিন্দারা বলেন, অল্পের জন্য বেঁচে গেছেন দুটি গাড়ি চালক ও খালাসী। বেশ কয়েকটি গাছ ভেঙ্গে গেছে । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লরি দুটিকে উদ্বার করে থানায় নিয়ে গেছে পুলিশ। সিমেন্ট বোঝাই লরিটির সামান্য ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।(East Bardhaman News) সিমেন্ট বোঝা ই গাড়ির চালক বলেন , তাঁর গাড়ি নয়ানজুলিতে নেমে গেছে, ফলে গাড়ির সামান্য ক্ষতি হয়েছে । গাড়ি সমস্যা করছিল তাই রাস্তার পাশে দাঁড় করানো ছিল। কিন্তু পিছন থেকে অন্য লরি এসে যে এভাবে ধাক্কা মারবে তিনি বুঝতে পারেননি।
advertisement
Location :
First Published :
March 11, 2022 8:24 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- সিমেন্ট বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা অপর একটি লরির