কলকাতা মেট্রোতে যাত্রী প্রহারের ঘটনায় নিন্দা চারিদিকে ৷ আলিঙ্গনরত দুই যুবক যুবতীকে সোমবার রাতে মারধর করা হয় মেট্রো স্টেশনে ৷ গতকাল দিনভর এই ঘটনা নিয়ে সোচ্চার ছিল বিভিন্ন সংবাদমাধ্যম ৷
সোমবার রাতে দমদম গামী মেট্রো ট্রেনে উঠেছিলেন ওই তরুণ তরুণী ৷ তখন ঘড়িতে প্রায় পৌনে নটা বাজে ৷ ভিড়ের মাঝে একের অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল ওই যুগল ৷ আর তাতেই তীব্র আপত্তি জানাতে শুরু করেন সহ যাত্রীরা ৷
advertisement
আরও পড়ুন প্রকাশ্যে আলিঙ্গন ! মেট্রো থেকে টেনে নামিয়ে যুগলকে মারধর সহযাত্রীদের
দমদম স্টেশন পৌঁছেতেই তাদের ট্রেন থেকে টেনে হিঁচড়ে নামানো হয় প্ল্যাটফর্মে ৷ এরপর মারধর করতে শুরু করেন যাত্রীরা ৷ গণপ্রহারে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগই মধ্যবয়সী বা প্রৌঢ় ৷ যাদের কাছ এই রকমের ব্যবহার একদমই অপ্রত্যাশিত ৷ সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউই ৷
ঘটনা সরেজমিনে খতিয়ে দেখা আশ্বাস দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ ৷ তবে এও জানিয়েছে যে এই ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি ৷ কিন্তু সবরকম ভাবেই ঘটনাটি জানার চেষ্টা করবে কর্তৃপক্ষ ৷ তবে মেট্রো যে নীতি পুলিশের ভূমিকা সমর্থন করে না , এটা স্পষ্ট করে দিয়েছে তারা ৷ তবে এরপরই প্রশ্ন উঠেছেখোদ মেট্রো কর্তৃপক্ষের ভূমিকায় ৷
আরও পড়ুন প্রকাশ্যে আলিঙ্গন ! মেট্রো থেকে টেনে নামিয়ে যুগলকে মারধর সহযাত্রীদের