TRENDING:

সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা

Last Updated:

কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজস্থানের মুখ্যন্ত্রী অশোক গেহলট একটি সাংবাদিক বিবৃতিতে জানিয়েছেন, প্রিয়াঙ্কা বঢরা গান্ধিকে উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক নির্বাচিত করল কংগ্রেস৷ চলতি বছরের পয়লা ফেব্র‌ুয়ারি থেকেই দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে নিয়ে নেবেন প্রিয়াঙ্কা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# নয়াদিল্লি: অনেক দিন ধরেই জল্পনা চলছিল কংগ্রেসের অন্দরে ও বাইরে৷ বারবারই সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷ এ বার সব জল্পনা থামিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন রাজীব গান্ধি ও সনিয়া গান্ধির কন্যা প্রিয়াঙ্কা বঢরা৷ তাঁকে কংগ্রেসের তরফে উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে৷
advertisement

কংগ্রেসের সাংবাদিক বিবৃতি

লোকসভা ভোটের মুখে উত্তরপ্রদেশের মতো রাজ্যের গুরুদায়িত্ব দেওয়া হল প্রিয়াঙ্কাকে৷ রাজনৈতিক মহলের মতে, প্রিয়াঙ্কাকে দায়িত্ব দিয়ে বিজেপি-র অন্যতম মুখ তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল কংগ্রেস৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজস্থানের মুখ্যন্ত্রী অশোক গেহলট একটি সাংবাদিক বিবৃতিতে জানিয়েছেন, প্রিয়াঙ্কা বঢরা গান্ধিকে পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক নির্বাচিত করল কংগ্রেস৷ চলতি বছরের পয়লা ফেব্র‌ুয়ারি থেকেই দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে নিয়ে নেবেন প্রিয়াঙ্কা৷ পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বে থাকছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷

বাংলা খবর/ খবর/দেশ/
সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা