TRENDING:

এই টেলিতারকার সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হোক, চেয়েছিল অভিনেত্রীর পরিবার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রিয়াঙ্কা-নিকের প্রেম চর্চা এখন বি-টাউনে হট টপিক ৷ এই তো কিছুদিন আগে জন্মদিনটাও বয়ফ্রেন্ড তথা মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে কাটিয়েছেন ৷ অন্যদিকে, প্রিয়াঙ্কার সঙ্গে এসে প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে দেখাও করে গিয়েছেন নিক ৷ এক অর্থে সবাই জেনে গিয়েছে নিক-প্রিয়াঙ্কার সম্পর্কের কথা ৷
advertisement

তবে, এর মধ্যেই একটি পুরনো কাহিনির আমদানি ঘটেছে ৷ যা শুনে তাজ্জব বনে যেতে হয় বইকি! কী সেই ঘটনা? একটা সময় নাকি এক ভারতীয় টেলিতারকার সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ের কথা বলেছিলেন তাঁর কাকিমা ৷ একটা সময় ‘খিলাড়ি কিং’অক্ষয় কুমার, শাহিদ কাপুর, হরমন বাওয়েজার সঙ্গে নাম জড়িয়েছিল প্রিয়াঙ্করার ৷ কিন্তু তাঁদেরকে বিলকুল না-পসন্দ ছিল নায়িকার কাকিমার ৷ বরং প্রিয়াঙ্কার স্বামী হিসেবে পছন্দ ছিলেন এক হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা ৷

advertisement

ভাবছেন কে তিনি ? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, তাঁর কাকিমা চান প্রিয়াঙ্কা মোহিতকে বিয়ে করুক। কারণ, প্রিয়াঙ্কার কাকিমার দাবি ছিল যে মোহিত সৎ, ভদ্র ও ভাল অভিনেতা।

advertisement

এই মোহিত রায়নাকেই দর্শকরা দেখেছিলেন ‘দেবও কা দেব মহাদেব’ধারাবাহিকটিতে ৷ সে সময় রাতারাতি বহু মহিলার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন মোহিত ৷ আর ‘মোহিত ম্যাজিক’থেকে বাদ পড়েনি প্রিয়াঙ্কার পরিবারও ৷ আর সেই কারণেই প্রিয়াঙ্কাকে মোহিতকে বিয়ে করার কথা বলেছিলেন প্রিয়াঙ্কার কাকিমা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

যদিও সেই ঘটনার পর অনেক বছর কেটেছে। এখন মোহিতের সঙ্গে মৌনি রায়ের সম্পর্ক নিয়ে বেশ জল্পনা চলছে। এদিকে মৌনি-মোহিত নিজেদের "জাস্ট ফ্রেন্ড" ক্যাটাগরিতেই রাখতে চান। অন্যদিকে প্রিয়াঙ্কা-নিককে নিয়ে জল্পনারও শেষ নেই। খবর আসছে, প্রিয়াঙ্কা নাকি নিকের সঙ্গে আগামী বছরই গাটছড়া বাঁধবেন। কিন্তু, এ সবই তো জল্পনামাত্র। কারণ কেউই আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেননি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
এই টেলিতারকার সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হোক, চেয়েছিল অভিনেত্রীর পরিবার