কিন্তু, ব্যাথায় কাহিল হয়ে পড়লেও, শুটিং বন্ধ করেননি প্রিয়ঙ্কা ওরফে 'কোয়ান্টিকো'র এফবিআই এজেন্ট অ্যালেক্স প্যারিস। টুইট করলেন, সেট-এও তাঁর সঙ্গে যাচ্ছেন একজন ফিজিওথেরাপিস্ট। আগামী তিন সপ্তাহ হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা থাকবে।
আরও পড়ুন-পাকিস্তানি ছেলের সঙ্গে জোর করে বিয়ে আলিয়ার, দেখুন ভিডিওতে
advertisement
যন্ত্রণায় মলম লাগাচ্ছে কিছুদিন আগের ইতালিতে শুটিং-এর স্মৃতি! 'ফ্যাশন'স্টার জানালেন, '' ইতালিতে 'কোয়ান্টিকো'-র শুটিং চলাকালীন মেন কাস্টের মধ্যে আমি একাই মহিলা ছিলাম। রাতে ক্রিউ মেম্বারদের সঙ্গে বেরিয়ে পড়তাম পার্টি করতে । প্রচুর টুস্কান ওয়াইন খেয়েছি।''
এখন প্রিয়াঙ্কারই সময়! 'কোয়ান্টিকো' ছাড়াও, নায়িকার পাইপলাইনে রয়েছে আরও দু'টো হলিউডের প্রজেক্ট- 'আ কিড লাইক জ্যাক' ও 'ইজন্ট ইট রোম্যান্টিক'।
advertisement
Location :
First Published :
April 27, 2018 3:00 PM IST