শুধু প্রেমই নয়, নিকের সঙ্গে লিভ-ইনও করছেন নায়িকা! নিককে নিয়ে ভারতেও এসেছেন। হবু শাশুড়ি মধু চোপড়ার সঙ্গে দেখা করতেই নাকি নিকের ভারত সফর! তবে, এখানেই শেষ নয়! বরাবরই তিনি চমক দিতে ভালবাসেন! এবারও তাই করলেন ! প্রকাশ্যে জানালেন, তিনি সন্তানের জন্ম দিতে চান! বাচ্চা তাঁর খুব প্রিয়। সেই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে নিজের সন্তানকে কোলে নিতে পারবেন!
advertisement
বৃহস্পতিবারই মুম্বইতে এসেছিলে প্রিয়াঙ্কা আর নিক। কিন্তু যেই না পাপারাৎজিরা ঘিরে ধরেন, গাড়ির কাঁচ তুলে দেন প্রিয়াঙ্কা, মুখ ঢেকে ফেলেন নিক।
আরও পড়ুন-দেখে নিন, সেফ-করিনা পুত্র তৈমুরের কোন ছবি এখন ইন্টারনেট কাঁপিয়ে বেড়াচ্ছে
Location :
First Published :
June 23, 2018 2:42 PM IST