তবে শুধু এই পোশাকই নয়, মেট গালা ২০১৮-তে প্রিয়াঙ্কার আউটফিট নিয়ে রীতিমতো তোলপাড় করে গেল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৷ মেট গালাতে গাঢ় লাল রঙের একটি ভেলভেট গাউন পরেছেন প্রিয়াঙ্কা ৷ সঙ্গে মাথা জোড়া সোনালি অলংকার ৷ প্রিয়াঙ্কার লুকে অদ্ভুত এক শিথিল ভাব ৷ অনেকেই মনে করছেন, পোশাকটি সুন্দর হলেও, প্রিয়াঙ্কার সঙ্গে নাকি বেমানান ৷
advertisement
অন্যদিকে লাল রঙের গাউনে আলাদা নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন ৷
Location :
First Published :
May 08, 2018 2:52 PM IST