TRENDING:

নেই, তবু হ্যারির বিয়ে জুড়ে রয়েছেন মা ডায়না

Last Updated:

শেষ হয়েছে সেই রূপকথার বিয়ে ৷ মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল এখন ডাচেস অব সাসেক্স ৷ প্রিন্স হ্যারির নামের সামনে যুক্ত হয়েছে ডিউক অব সাসেক্স তকমা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: শেষ হয়েছে সেই রূপকথার বিয়ে ৷ মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল এখন ডাচেস অব সাসেক্স ৷ প্রিন্স হ্যারির নামের সামনে যুক্ত হয়েছে ডিউক অব সাসেক্স তকমা ৷
advertisement

সেই বিয়ে ঘিরে আবেগ, উত্তেজনা, উন্মাদনার পারদ টেমস ছাড়িয়ে আছড়ে পরেছে পৃথিবীর কোণায় কোণায় ৷ কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হ্যারি আর মেগানের ঘেরাটোপ ছেড়েও বারবার ঠোক্কর খেয়েছে ডায়না নামটার চারপাশে ৷ আদরের ছোট ছেলের বিয়েতে আজ সশরীরে নেই তিনি ৷ কিন্তু তবু যেন সবটার মধ্যেই অদৃশ্যে লেগে রয়েছেন ৷

যুবরানি ডায়না ৷ যাঁর নাম শুনে এক সময় কেঁপে উঠত হাজার হাজার পুরুষ সিংহের হৃদয় ৷ তাঁর প্রতিটি চোখে চাহনিতে বদলে যেত একেকটা রূপকথার গল্প ৷ তাঁর ব্যক্তিত্ব, স্টাইল, সম্পর্ক, ফ্যাশন, জনসংযোগ, রোম্যান্স, সবটাই ছিল একেকটা নতুন নতুন রাজত্বের চাবিকাঠি ৷ তাই মৃত্যুর ২০ বছর পেরিয়েও পুরনো হন না তিনি ৷

advertisement

হ্যারি আর মেগানের বিয়েতেও বারবার প্রসঙ্গিক হয়ে উঠল ডায়না প্রসঙ্গ ৷ না থেকেও একাধিক বিষয়ের মধ্যে মিশে ছিলেন প্রিন্সেস অব ওয়েলস ৷ কী সেই মিল ?

আরও পড়ুন: ছলছল করে উঠল হ্যারির চোখ, চেপে ধরলেন মেগানের হাত

• প্রিন্স উইলিয়াম যখন কেট মিডলটনকে প্রপোজ করেছিলেন, তখন প্রেম নিবেদন করে তাঁকে পরিয়ে দিয়েছিলেন মায়ের হিরের আংটি ৷ • আবার প্রিন্স হ্যারিও মেগানকে বিয়ের প্রস্তাব দেন ডায়নারই অন্য একটি হিরের আংটি পরিয়ে ৷ • মার্কেলের বয়স এখন ৩৬ ৷ ঠিক ছত্রিশ বছর বয়সেই মারা গিয়েছিলেন ডায়না ৷ • হ্যারি-মেগানের বিয়েতে ডাকা হয়েছিল ডায়নার পরিবারকে ৷ মূলত হ্যারির ইচ্ছেতেই ডায়নার পরিবার যোগ দেন তাঁদের বিয়েতে ৷ • ডায়নার বোন লেডি জেন ফেলোস বিয়ের সময় চার্চের ভিতর উপস্থিত ছিলেন ৷ সকলের সঙ্গে প্রার্থনাসঙ্গীতও গেয়েছেন তিনি ৷ • বিয়ের গোটা এলাকাটি সাজানো হয়েছিল সাদা গোলাপে ৷ ডায়নার প্রিয় ফুল ছিল সাদা গোলাপ ৷

advertisement

আরও পড়ুন:বন্ধু মেগানের বিয়েতে এভাবেই সেজে এলেন প্রিয়াঙ্কা

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
নেই, তবু হ্যারির বিয়ে জুড়ে রয়েছেন মা ডায়না