মুক্তি পেল '১০২ নট আউট'-এর প্রথম পোস্টার! 'কুল' বাবা অমিতাভ, 'ওল্ড স্কুল' ছেলে ঋষি
সানিয়া পেশায় পরিচালক ও লেখক। এনগেজমেন্ট-এর দিন কপোত- কপোতির পোশাকের থিম ছিল গোলাপি। সানিয়া ঝলমলাচ্ছিলেন গোলাপি লেহেঙ্গায় আর প্রতীককে দেখা গেল সাদা কুর্তা আর গোলাপি ব্রোকেডের জ্যাকেট-এ। উচ্ছশিত রাজ বব্বর পুত্র বললেন, '' সানিয়ার থেকে ভাল জীবনসঙ্গী পাওয়া সম্ভব নয়। প্রায় ৮ বছর ধরে ওকে চিনি। আমরা খুব ভাল বন্ধু। কিন্তু মনের কথা ওকে বলার সাহস পাইনি। গতবছর অনেক সাহস জুটিয়ে গোয়াতে ওকে প্রোপোজ করি।''
advertisement
‘ছয় বছর বয়সে অভিভাবকের হাতে ধর্ষিত হয়েছিলাম’
'জানে তু ইয়া জানে না' স্টার আরও জানান, ''আমরা ১-২ বছর বাদে সামাজিক বিয়ে করব। আমার পছন্দ 'বিচ ওয়েডিং' বা ট্র্যাডিশনাল মতে কোনও মন্দিরে বিয়ে।''
advertisement
Location :
First Published :
March 23, 2018 5:26 PM IST