বাংলার অনুর্ধ্ব ১৭ মহিলা ক্রিকেট দলের সদস্যা ছিল পৌষালী পাল। ২ এপ্রিল প্র্যাকটিস থেকে ফিরে অসুস্থ হয়ে পড়ে। সঙ্কটজনক অবস্থায় তিন তারিখ তাঁকে ভর্তি করা হয় হাওড়ার স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থা ক্রমশই জটিল হচ্ছিল। তাই বুধবারই কলকাতার সিএমআরআই হাসপাতালে তাঁকে রেফার করা হয়।
দিনের বেলায় হাওড়া থেকে কলকাতায় সড়ক পথে যানযটের সমস্যা থাকেই। তাই হাওড়া ও কলকাতা পুলিশের উদ্যোগে গ্রিন করিডোর তৈরি করে তাঁকে আনা হয় সিএমআরআই-তে। শনিবার সন্ধেয় মৃত্যু হয় বাংলার এক উঠতি ক্রিকেটারের। চিকিৎসকরা জানান, ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পৌষালীর।
advertisement
১ এপ্রিল প্র্যাকটিসের সময় বুকে আঘাত লাগে পৌষালীর। আঘাতের জেরে ফুসফুসে জল জমে রক্তক্ষরণ শুরু হয়। কিন্তু প্রথমে এ বিষয়ে কাউকে কিছু জানায়নি সে।
এদিন হাসপাতালে যান সিএবির প্রাক্তন কর্তা বিশ্বরূপ দে। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। চিকিৎসকদের মতে, তীব্র মানসিক চাপ ও সেই আঘাত লুকিয়ে রাখারই খেসারত দিতে হল পৌষালী পালকে। বাংলা হারাল এক প্রতিভাবান ক্রিকেটারকে।