TRENDING:

পঞ্চায়েত ভোট ২০১৮ : দিনে দিনে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

Last Updated:

এসডিও অফিসে মনোনয়ন জমার ব্যবস্থা হলেও অভিযোগের বহর কমছে না। এসডিও-র দপ্তর ঘেরাও করে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এসডিও অফিসে মনোনয়ন জমার ব্যবস্থা হলেও অভিযোগের বহর কমছে না। এসডিও-র দপ্তর ঘেরাও করে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধেও উঠছে শাসকদলকে সাহায্য করার অভিযোগ। চাপের মুখে নির্বাচনী পর্যবেক্ষকদের নিরপেক্ষ ভাবে কাজ করতে নির্দেশ দিয়েছে কমিশন।
advertisement

রাজ্যের বেশ কিছু জেলা থেকেই অভিযোগের বন্যা। বিরোধীদের মনোনয়ন পত্র পেশে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। শেষ দু-দিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় বিরোধীরা। যদিও মনোনয়ন পেশে এখনও পর্যন্ত শাসকদলের থেকে খুব একটা পিছিয়ে নেই বিরোধীরা।

আরও পড়ুন পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে ষষ্ঠ দিনেও অশান্তি অব্যাহত

advertisement

শাসকদলের সন্ত্রাসের প্রতিবাদে এদিন নির্বাচন কমিশনে দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেস। নির্বাচন কমিশনারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী। নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় জমিরক্ষা কমিটিও।

আরও পড়ুন : উভয় সংকটে জলপাইগুড়ি জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি

advertisement

এদিন ফের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের তালিকা রাজ্যপালকে দিয়েছেন বিজেপি নেতারা। বিরোধীদের মনোনয়ন পেশ আটকাতে নজিরবিহীন সন্ত্রাসের অভিযোগ তুলছে বিজেপি।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সোমবার পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপির করা মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। তারই মধ্যে একের পর এক সন্ত্রাসের অভিযোগে চাপ বাড়ছে নির্বাচন কমিশনের ওপর। এদিন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠকে পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে কাজ করতে নির্দেশ দেন নির্বাচন কমিশনার। সোমবার শেষ হচ্ছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব।

advertisement

বাংলা খবর/ খবর/রাজনীতি/
পঞ্চায়েত ভোট ২০১৮ : দিনে দিনে বাড়ছে রাজনৈতিক উত্তাপ