জওহরলাল নেহরুর ১২৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মনমোহন সিং৷ সেখানেই দেওয়া বক্তৃতায় উল্লেখ করেন, ‘গত ১৭ মাসে অনেকটাই এগিয়েছে দেশের অর্থনীতি৷ কিন্তু যেভাবে দিনের পর দিন নানা মহলে অসহিষ্ণুতা নিয়ে সমালোচনার ঝড় উঠছে, যেভাবে নানা মহল থেকে তীব্র সমালোচনা করা হচ্ছে মোদি সরকার ও আরএসএসকে, তার প্রভাব শুধু দেশিয় রাজনীতিতে নয়, পরতে পারে দেশিয় অর্থনীতিতেও৷ যা মোটেই দেশের পক্ষে শুভ সঙ্কেত নয়৷’ সঙ্গে মনমোহন সিং এও জানান, ‘যে কোনও উন্নত দেশের রাজনৈতিক পদক্ষেপই হল নতুন উদ্যেগ, মুক্ত সমাজ ও উদার রাজনীতি৷ দেশের মানুষ যখন চিন্তাভাবনা স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন তখনই সব দিকে দেশ এগিয়ে যাবে৷ বাকস্বাধীনতার কণ্ঠরোধ তাই অর্থনীতির বিকাশের পক্ষে বিপদজনক৷’
advertisement
মোদি সরকারের শুধু সমালোচনা নয়, সঙ্গে মনমোহন সিং এও জানান, ‘অর্থনীতির সব সূচকই জানায়, ১৭ মাস আগে ইউপিএ সরকারের তুলনায় ভারতের অর্থনীতি এখন ভালো জায়গায় রয়েছে৷’ তবে বার বরাই অসহিষ্ণুতার প্রশ্নে মনমোহন বেশ উদ্বেগও প্রকাশ করেছেন, তাঁর বক্তব্যে৷