দিল্লির মুখ্যমন্ত্রী অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে উঠেছিলেন, কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে ভাষণ দিয়েছিলেন। আবার কিছু ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন তিনি করেননি। মাঝে দুজনের মধ্যে দূরত্ব বেড়েছিল। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন বরাবর সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস তাঁর আছে।
>
এই মুহূর্তে বাংলার রাজনীতিতে যা হচ্ছে পুরোটাই নজর রাখছেন তিনি। রাজনৈতিক লড়াইয়ে নিয়ে তাঁর কোন ও বক্তব্য না থাকলেও রাজ্য সরকারের অধিকার এর ভেতর কেন্দ্রের নাক গলানো মেনে নিতে পারছেন না তিনি। স্বাভাবিকভাবেই বাংলার মুখ্যমন্ত্রীর সমর্থনে দাঁড়িয়ে সঠিক পথ বেছে নিয়েছেন মনে করেন কেজরি।
advertisement
Location :
First Published :
Dec 18, 2020 12:09 PM IST
