আরও পড়ুন : কাঠুয়া ধর্ষণকাণ্ডে বিশেষ ফাস্টট্র্য়াক আদালত গঠনের নির্দেশ মহেবুবা মুফতির
চারদিকে উড়ছে রাজনৈতিক দলের পতাকা। কিন্তু ভোট নিয়ে হেলদোল নেই চা বাগানে। চৈত্র শেষে সবাই ছুটছেন ময়দানে। পড়ন্ত দুপুর। হাঁড়ি ভরতি হাড়িয়া। ঘরোয়া নেশার মৌতাতের সঙ্গে মেতেছেন মোরগ লড়াইয়ে। শেষ পর্যন্ত কার মোরগ জিতবে, তা নিয়ে উত্তাল ময়দান।
advertisement
চা শ্রমিকদের বক্তব্য, তাঁদের কৃষ্টি, সংস্কৃতির সঙ্গে জড়িয়ে মোরগ লড়াই। বাগানে পঞ্চায়েতি ব্যবস্থা চালু হলেও, রাজনৈতিক লড়াইকে এক পাশে রেখে ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রেখেছেন তাঁরা। হারজিত নিয়ে পঞ্চাশ, একশোর বাজি চললেও এর মধ্যে ভুল কিছু খুঁজে পান না তাঁরা।
আরও পড়ুন : কাঠুয়াকাণ্ডে বির্তকিত মন্তব্য করে চাকরি খোয়ালেন এক ব্যাঙ্ক কর্মী
শ্রমিকদের এই লড়াইয়ে উৎসাহ দেন বাগান কর্তৃপক্ষ। জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ম্যানেজারের কথায়, ছুটির দিনে ঘরের মোরগকে ময়দানে এনে জয়-পরাজয়ের খেলায় মেতে ওঠা শ্রমিকদের আনন্দে সামিল হন তাঁরাও।
দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পরাজয় স্বীকার করে নিল এক মোরগ। জয়ী মোরগকে নিয়ে আনন্দে মেতে উঠল গোটা এলাকা। খেলা শেষে হাসিমুখে বাড়ি ফিরে গেলেন সকলে। আসছে পঞ্চায়েত ভোট। তার উত্তাপেও যেন হারিয়ে না যায় মিলেমিশে থাকার এই আন্তরিক ছবিট। সেই কামনা চা-বস্তির সকলেরই।